• বেহাল রাস্তা সংস্কারের দাবি, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ পতিরামজোতে
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা: দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা সংস্কার না হওয়ায় মঙ্গলবার পথ অবরোধে শামিল হলেন মাটিগাড়ার পতিরাম জোতের কয়েকশো বাসিন্দা। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। তাঁদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত ও মহকুমা পরিষদ দখলে রয়েছে রাজ্যের শাসক দলের। আবার বিধায়ক ও সাংসদ বিজেপির। তবুও বেহাল রাস্তা সংস্কার হচ্ছে না। প্রশাসন থেকে রাজনৈতিক নেতারা বার বার আশ্বাস দিলেও, রাস্তা মেরামত হয়নি। দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না করলে আসন্ন বিধানসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। এদিকে, জায়গায় জায়গায় অবরোধের ফলে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। 

    শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া-২ গ্রাম পঞ্চায়েতের পতিরামের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাটি কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। এই পথ দিয়ে ট্রাক, লরি, বাস সহ ভারী যানবাহন চলাচল করে। কিন্তু সংস্কার না হওয়ায় মাটিগাড়া হাসপাতাল মোড় থেকে পতিরামজোতের প্রায় ৩ কিমি রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এই রাস্তার ধারেই আছে মাটিগাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। যার ফলে বেহাল রাস্তার জন্য প্রতিদিনই রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে। অ্যাম্বুলেন্স চালকদেরও ভাঙাচোরা পথে চলতে বেগ পেতে হয়। এছাড়াও ওই এলাকায় একাধিক সরকারি স্কুল রয়েছে। স্কুলের পড়ুয়াদেরও প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। 

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়েছিল। সেসময়ে রাস্তাটি সংস্কারের জন্য ১৪ কোটি টাকার টেন্ডার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। সেই কাজ পুজোর আগেই শুরু হবে তেমনটাই আশ্বাস দেওয়া হয়েছিল। যদিও পুজোর পর দু’মাস কেটে গেলেও এখনও রাস্তার কাজ শুরু হয়নি। বাধ্য হয়েই এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। দু’পাশে বাঁশ দিয়ে, টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। 

    কমলা চৌহান, আশা সরকারের মতো কয়েকশো মহিলা এদিন জায়গায় জায়গায় অবরোধে শামিল হন। তাঁরা বলেন, দ্রুত বেহাল রাস্তা সংস্কার করা না হলে ভোট বয়কটের পথে হাঁটব আমরা। বার বার প্রশাসনের দ্বারস্থ হয়েও কাজ হয়নি। তাই এবার ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিক্ষোভকারী ঝুমা মণ্ডল বলেন, প্রত্যেকদিন হাসপাতালে আসা রোগীকে সমস্যায় পড়তে হচ্ছে। বর্ষায় জায়গায় জায়গায় হাঁটু জল জমে যায়। 

    পতিরামের দীর্ঘবছরের এই সমস্যা সম্পর্কে অবগত মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক বিজেপির আনন্দময় বর্মন। তিনি বলেন, গ্রামবাসীদের এটি ন্যায্য দাবি। আমি একাধিকবার বিধানসভায় এই সমস্যা তুলে ধরেছি। রাজ্য সরকার কোনও কাজ করছে না। তবে ভোট বয়কট নয়, গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছি এবার আমাদের সরকার তৈরি হলে এই রাস্তা নতুন করে করা হবে। 

    যদিও মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুশান্ত ঘোষ বলেন, রাস্তাটি শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তপক্ষ হাতে নিয়েছে। সেই অনুযায়ী জরিপের কাজও সমাপ্ত হয়েছে। বাসিন্দাদের আর একটু ধৈর্য্য ধরতে হবে। দ্রুত রাস্তা তৈরি হতে চলেছে। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)