• ডোমকলে এক রাতে ৫টি ট্রাক থেকে ব্যাটারি চুরি
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ডোমকল: ডোমকল মহকুমায় একই রাতে চুরি গিয়েছে একাধিক ট্রাকের ব্যাটারি। কয়েক ঘণ্টার ব্যবধানে মহকুমার দু’টি থানা এলাকায় পাঁচটি ট্রাক থেকে মোট ১০টি ব্যাটারি চুরি গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় দু’টি থানাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন ট্রাক মালিকরা।

    সোমবার এনিয়ে ডোমকল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ডোমকলের গারাবাড়িয়ার ফিরোজ শেখ নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তাঁর চারটি ট্রাক দাঁড় করানো ছিল ডোমকলের শহরের একটি পেট্রল পাম্পে।  শনিবার সকালে তিনি ট্রাকের কাছে এসে দেখেন, তাঁর চারটি ট্রাক থেকে মোট ৮ টি ব্যাটারি ও ৪টি জ্যাক চুরি গিয়েছে। 

    প্রায় একই ঘটনা নিয়ে রবিবার ইসলামপুর থানাতেও একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন জলিমুদ্দিন শেখ নামে ডোমকলের এক ব্যক্তি। তাঁর দাবি, তাঁর একটি ট্রাক ইসলামপুরের পেট্রল পাম্পে দাঁড় করানো ছিল। শনিবার সকালে তিনি এসে দেখেন তাঁর ট্রাক থেকে দু’টি ব্যাটারি চুরি গিয়েছে। ওই ব্যক্তি লিখিত অভিযোগে দাবি করেছেন, তাঁর ট্রাকের পাশে থাকা অন্য একটি ট্রাক থেকেও একই কায়দায় ব্যাটারি চুরি গিয়েছে। 

    এদিকে এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। একই সঙ্গে এই ধরনের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে ট্রাক মালিকদের।

    লুৎফর মণ্ডল নামের এক ট্রাক মালিকের দাবি, বিভিন্ন সময়ে বেশ কয়েকদিনের জন্য আমরা বিভিন্ন পেট্রল পাম্পে ট্রাকগুলি দাঁড় করিয়ে রাখি। ট্রাকের দরজা লক করে চালকরাও চলে যায়। এভাবে ব্যাটারি চুরি হতে থাকলে শেষ পর্যন্ত ট্রাকগুলিকেও গ্যারেজের মধ্যে নজরদারিতে রাখতে হবে। যাই হোক পুলিশে যখন অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করে দেখুক।

    পুলিশের এক কর্তা বলেন, দু’টি থানা এলাকাতেই একই দিনে ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে একই দলের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ হয়েছে। সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখার পাশপাশি তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)