• বন্ধুর সঙ্গে পালিয়েছে বউ, নাদনঘাটে সুইসাইড নোট লিখে আত্মঘাতী যুবক
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কালনা: বাড়ি থেকে পালিয়ে গিয়ে বন্ধুকে বিয়ে করেছে স্ত্রী। তাতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছেন এক যুবক। মঙ্গলবার ভোরে ঘরে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চিরঞ্জিত দেবনাথ(৩১)। বাড়ি নাদনঘাট থানার চাঁদপুর এলাকায়। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত হয়।

    মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে নবদ্বীপের বাসিন্দা তরুণীর সঙ্গে ভালোবাসা করে বিয়ে হয়েছিল চিরঞ্জিতবাবু। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি চিরঞ্জিতবাবু কাজের সূত্রে বছর চারেক আগে কৃষ্ণনগরের বাসিন্দা এক যুবকের সঙ্গে পরিচয় হয়। একই পেশার সঙ্গে যুক্ত থাকায় বন্ধুত্ব গড়ে ওঠে। চিরঞ্জিতবাবুর বাড়িতে কোনও অনুষ্ঠান থাকলেই বন্ধুকে নিমন্ত্রণ করতে ভুলতেন না। স্ত্রীর সঙ্গে বন্ধুকে আলাপ করিয়ে দিয়েছিলেন চিরঞ্জিতবাবুই। ঘুণাক্ষরেও টের পায়নি বন্ধুর সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছে। রবিবার সকালে বাপেরবাড়ি যাওয়ার নাম করে তাঁর স্ত্রী বাড়ি থেকে বের হয়। এরপর সোমবার তাঁর বন্ধুকে বিয়ের সিঁদুর দানের একটি ছবি চিরঞ্জিতবাবুর মোবাইলে পাঠায়। তাতেই মাথায় আকাশ ভেঙে পড়ে চিরঞ্জিতবাবুর। 

    মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন চিরঞ্জিতবাবু। বিকেলে অন্য বন্ধুদের আড্ডা মারতে যান। বন্ধুরা তাঁকে নিজেকে সামলানোর পরামর্শ দেন। বন্ধুদের চিরঞ্জিতবাবু জানান, তাঁর স্ত্রী এমন করবে কোনও দিনও ভাবেননি। সন্ধ্যার পর বন্ধুদের নিয়ে এক আইনজীবীর পরামর্শও নেন।  কী ভাবে ডিভোর্স করা যায়, তা নিয়েও ভাবতে শুরু করেন। রাতে বাড়ি ফিরে অন্যান্য দিনের মতোই খাওয়া দাওয়া করে ঘুমাতে যান। মঙ্গলবার ভোরে তাঁকে ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকজন। একটি সুইসাইড নোট পাওয়া যায়। তাতে মৃত্যুর জন্য তিনি স্ত্রী ও বন্ধুকেই দায়ী করেছেন।

    মৃতের বাবা ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, ছেলের বন্ধু হিসাবে ওর বাড়িতে আসা যাওয়া ছিল। আমরা বউমার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি টের পাইনি। ছেলে নিজেও বুঝতে পারেনি। ওরা প্রেম ভালোবাসা করে বিয়ে করছিল। ছেলে ও বউমার মধ্যে প্রচণ্ড মিল ছিল। বউমার এমন কাণ্ড ঘটানোয় ছেলে মেনে নিতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে। 
  • Link to this news (বর্তমান)