• বাগনানে জাতীয় সড়কে লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, অবরোধ
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে, ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে, বাগনান আমতা মোড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চণ্ডীচরণ মিদ্যা (৫২)। বাড়ি বাগনান থানার খাদিনানে। বাগনান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠিয়েছে। পুলিশ চালক সহ লরিটিকেও আটক করেছে।

    পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ চণ্ডীচরণবাবু সাইকেলে চেপে খাদিনানের দিক থেকে জাতীয় সড়ক পার হয়ে বাগনান ওটি রোডের দিকে যাচ্ছিলেন। তখন কলকাতা অভিমুখে যাওয়া একটি লরি সিগন্যাল ভেঙে সাইকেলটিতে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    এদিকে এই ঘটনার পরেই উত্তেজিত জনতা উড়ালপুলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ঘটনাস্থলে আসার দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা। এর জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কের এই এলাকায় পরের পর দুর্ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হচ্ছে। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনও এক অজানা কারণে এখানে উড়ালপুল নির্মাণ করছে না। ফলে দুর্ঘটনায় প্রাণহানিও বন্ধ করা যাচ্ছে না। 

    এমনকী বিধায়ক অরুণাভ সেন এই ব্যাপারে একাধিকবার দাবি জানালেও কোন কাজ হয়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৩ সালে এইরম পথ অবরোধের সময় উড়ালপুল নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও উড়ালপুল নির্মাণের কোনও কাজ এগয়নি। অবিলম্বে উড়ালপুল নির্মাণ না করা হলে প্রয়োজনে জনস্বার্থ মামলা করা হবে বলেও জানান বিক্ষোভকারীরা। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর বাগনান থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ঘণ্টা দুয়েক পর পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)