• মধ্যমগ্রামে একাধিক অপরাধের কিনারা পুলিশের, গ্রেফতার ১২
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: চুরি ও সাইবার প্রতারণা সহ একাধিক অপরাধের কিনারা করল মধ্যমগ্রাম থানার পুলিশ। প্রতিটি ক্ষেত্রেই উদ্ধার হওয়া সামগ্রী মঙ্গলবার গ্রাহকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ এসডিপিও। মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    মধ্যমগ্রামে বাড়ি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সনৎকুমার দত্তের। রাজ্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন সনৎ-কে। প্রতারক তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। উল্লেখযোগ্যভাবে কোনও ওটিপি শেয়ার করতে বলেননি। সনৎবাবু অবশ্য প্রতারকদের ফাঁদে পড়ে মোবাইলের কিছু তথ্য শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যে প্রতারকরা সনৎবাবুর ফোন হ্যাক করে নিজেদের দখলে নিয়ে ‘এনি ডেজ’ অ্যাপ ডাউনলোড করে। পরে সনতের তিনটি অ্যাকাউন্ট থেকে মোট ৯৯ হাজার টাকা তুলে নেয়। ঘটনার পরে সনৎবাবু সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে খোয়া যাওয়া ওই টাকার মধ্যে ৯৭ হাজার টাকা উদ্ধার করে মধ্যমগ্রাম থানার পুলিশ।

    এছাড়া, মধ্যমগ্রামের অরিন্দম চৌবে সাত লক্ষ টাকায় একটি বিদেশি বাইক কিনেছিলেন। পরিচিত এক মেকানিকের কাছে দেন সেটি সারাইয়ের জন্য। কিন্তু ওই মেকানিক বাইকটি বিক্রি করে দেন অন্যজনকে। এনিয়ে অরিন্দম লিখিত অভিযোগ দায়ের করেন মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে। চুরি যাওয়া বিদেশি বাইকটি উদ্ধার করে এদিন তাঁর হাতে তুলে দিয়েছেন পুলিশকর্তারা।

    অন্যদিকে, মধ্যমগ্রামের সুজিত পালের দোকানে প্রতারণার ঘটনা ঘটে। সম্প্রতি নকল সোনা বিক্রি করতে এসে সুজিতের দোকান থেকে ২ লক্ষ ৫৩ হাজার টাকার আসল সোনার গয়না চুরি করে চম্পট দিয়েছিলেন এক ব্যক্তি। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে খোয়া যাওয়ায় আসল গয়না উদ্ধার হয়। সুজিত বলেন, নকল সোনা আমি বুঝতে পারিনি। গয়নার গায়ে ২২ ক্যারেটের হলমার্ক ছিল। জিএসটি বিলও ছিল। পুলিশের তৎপরতায় তা ফিরে পেলাম। এ প্রসঙ্গে বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, মধ্যমগ্রাম থানার পুলিশের টিম এক্ষেত্রে খুব ভালো কাজ করেছে। ওটিপি শেয়ার না করলেও প্রতারণার ঘটনা ঘটে। মানুষকে সতর্ক থাকতে হবে।
  • Link to this news (বর্তমান)