রাস্তা থেকে অসুস্থ মহিলাকে উদ্ধার করে বাগদায় ফেরাল পুলিশ
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসুস্থ এক মাঝবয়সি মহিলাকে রাস্তা থেকে উদ্ধার করে বাগদায় মেয়ের বাড়িতে ফেরাল চারু মার্কেট থানার পুলিশ। এই কাজে তাদের সহযোগিতা করেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম গৌরী শিকদার।
ঘটনার সূত্রপাত ১ ডিসেম্বর রাতে। ঘড়িতে তখন রাত প্রায় সাড়ে ১০টা। আর পাঁচটা দিনের মতো থানা এলাকায় টহল দিচ্ছিলেন চারু মার্কেট থানার ডিউটি অফিসার এসআই সুব্রত মল্লিক। হঠাৎ তিনি লক্ষ্য করেন, টালিগঞ্জ স্টেশনের পাশে রাস্তার উপর পড়ে আছেন মাঝবয়সি এক মহিলা। তাঁর শরীরের বাম দিক অসাড়। এমনকি, কথা বলার মতো অবস্থায়ও নেই তিনি। পুলিশ প্রথমে মহিলাকে খাবার ও জল দেয়। কিছুটা ধাতস্থ হলে মহিলা তাঁর নাম ও পরিচয় পুলিশকে জানান।
তখন পুলিশ জানতে পারে, ২০২০ সালে তাঁর ‘স্ট্রোক’ হয়েছিল। তারপর থেকে তাঁর শরীরের বাম দিক অসাড়। চিকিৎসা করিয়েও তিনি পুরোপুরি সুস্থ হননি। এই অসুস্থতার আগে তিনি চারু মার্কেট এলাকায় পরিচারিকার কাজ করতেন। বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনার বাগদায় মেয়ের বাড়িতে থাকেন। পুরোনো কাজের বাড়ি থেকে আর্থিক সাহায্য পাওয়ার আশায় তিনি বাগদা থেকে চারু মার্কেটে এসেছিলেন। কিন্তু কেউ সেই সাহায্য করেননি। খিদে-ক্লান্তিতে রাস্তাতেই ফের অসুস্থ হয়ে পড়েন গৌরীদেবী। চারু মার্কেট থানার এসআই তাঁকে এক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে বেহালার এক হাসপাতালে ভর্তি করান। গৌরীদেবী চিকিৎসায় কিছুটা সুস্থ হলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেই তাঁকে বাগদায় মেয়ের বাড়িতে পাঠানো হয়। মাকে ফিরে পেয়ে চারু মার্কেট থানা ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন