• বিনোদন কর ফাঁকি দিয়েই বড়দিন-নিউ ইয়ারে পার্টি? ‘নাইট ড্রাইভ’ পুরসভার
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতকালীন উৎসবের মরশুম আসছে। বড়দিন এবং ইংরেজি নববর্ষ সামনেই। সেই উপলক্ষ্যে শহরের বিভিন্ন হোটেল, ক্লাব, পানশালা, রেস্তোরাঁতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। নিয়ম অনুযায়ী, বিশেষ দিনগুলিতে এই ধরনের অনুষ্ঠান করতে কলকাতা পুরসভার থেকে অনুমোদন নিতে হয়। বিনোদন কর জমা করতে হয় পুরসভার কাছে। আদৌ এই নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আগামী ২৩ ডিসেম্বর থেকে রাত্রিকালীন অভিযান চালাবে কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, পানশালা, অভিজাত ক্লাবে চলবে ‘নাইট ড্রাইভ’। অনুমতি না নিয়ে কোনও ইভেন্ট করলে বা অনুমোদনের বাইরে কোনও অনুষ্ঠান আয়োজন করলে মোটা টাকা জরিমানা করা হবে। পাশাপাশি, বিভিন্ন প্রদর্শনী, মেলা প্রাঙ্গণেও যাবে পুরসভা। অভিযান চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও ক্রিসমাস ও নিউ ইয়ারের সময় এই ড্রাইভের প্রস্তুতি শুরু হয়েছে। তবে এ বছর লোকবল কম থাকায় সেভাবে টিম নামানো যাচ্ছে না বলেই জানাচ্ছে বিনোদন কর বিভাগ। বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য দু’টি দল তৈরি হয়েছে। 

    পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, বছরের বিশেষ দিনে ‘স্পেশাল ইভেন্ট’ আয়োজন করলে পুরসভার থেকে অনুমোদন নিতে হয়। বিনোদন কর দিতে হয়। অনেকে অনুমতি নেয়। অনেকে নেয় না। কেউ কেউ অনুমোদনের বাইরে গিয়েও ইভেন্টের আয়োজন করে। তাই কেউ বিনোদন কর ফাঁকি দিচ্ছে কি না, তা দেখতে এই রাত্রিকালীন অভিযানের সিদ্ধান্ত। পুরসভার এক আধিকারিক বলেন, ‘মধ্যরাতের পরও যদি অনুষ্ঠান চলে, তাহলে কর দ্বিগুণ হয়। এসব নিয়ম মেনে হচ্ছে কি না, সেটা দেখার জন্যই ঘুরবে টিম। সন্ধ্যা ৬টার পর অভিযান শুরু হবে। নির্দিষ্ট দিনগুলিতে মধ্যরাতের পরও অভিযান চলবে। বিভিন্ন পার্ক কিংবা মাঠে আয়োজিত মেলা এবং প্রদর্শনীর জায়গায়ও চলবে অভিযান। পুরসভার কর ফাঁকি দিয়ে কোনও ইভেন্ট হলে মোটা টাকা জরিমানা হবে।’
  • Link to this news (বর্তমান)