• মাটির নীচ দিয়ে যাবে হাই ভোল্টেজ তার, কাজ শুরু
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবার শহরজুড়ে বিদ্যুতের হাই ভোল্টেজ কেবল বা হাই টেনশন তার মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে এই কাজ হচ্ছে। পুরসভা এলাকায় ফুটপাথ কেটে তার নীচ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার। এই পর্বে ডায়মন্ডহারবার হাসপাতাল পর্যন্ত মাটির নীচে মোটা পাইপের মধ্য দিয়ে নতুন তারগুলি নিয়ে যাওয়া হবে। এরপর বিভিন্ন ওয়ার্ডের অভ্যন্তরে হবে এই কাজ। একবার গোটা কাজ সম্পন্ন হলে বিদ্যুতের খুঁটিতে যেসব তার লাগানো আছে, সেগুলি খুলে নেওয়া হবে। পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস বলেন, ‘ডায়মন্ডহারবার শহরকে সাজিয়ে তোলার কাজ চলছে। তারই অঙ্গ হিসেবে মাটির নীচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার প্রকল্প নেওয়া হয়েছে। এর ফলে আগামী দিনে ঝড়-জলে তার ছিঁড়ে যাওয়া বা কোনও এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকবে না। অন্যান্য এলাকায় ঝড়-বৃষ্টিতে রাস্তাঘাটে জল জমলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যু পর্যন্ত ঘটেছে। সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানো যাবে তারগুলি মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়ার ফলে।’ 

    ভাইস চেয়ারম্যান আরও জানান, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুতের তার মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন বারবার। অথচ এখনও অনেক পুরসভা এলাকায় এই কাজ শুরু হয়নি বা কোনও উদ্যোগ গ্রহণ করা যায়নি। সেদিক থেকে ডায়মন্ডহারবার পুরসভা দক্ষিণ ২৪ পরগনায় অনেকটাই এগিয়ে রয়েছে। তাঁর আশ্বাস, বর্তমানে এই পুরসভায় কিছু অংশে কাজ অনেকটাই শেষ। ফুটপাথ খুঁড়ে কাজ হচ্ছে বলে হাঁটাচলায় কিছুটা সমস্যা হচ্ছে। কয়েক মাস বাদেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী প্রশাসন। সূত্রের খবর, আগামী মাসের মধ্যেই সিংহভাগ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া 

    হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)