পিজি হাসপাতালে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিজি হাসপাতালে এক নাবালিকা ধর্ষণ মামলায় ৪৯ দিনের মাথায় অভিযুক্ত ধৃত ‘দালাল’ অমিত মল্লিকের বিরুদ্ধে চার্জশিট দিল কলকাতা পুলিশ। মঙ্গলবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায়ের এজলাসে ওই চার্জশিট পেশ করা হয়। সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ জানান, ‘নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ এবং পকসো আইনে ওই চার্জশিট পেশ করা হয়। মামলায় সাক্ষী করা হয় মোট ২২ জনকে। বিভিন্ন নথিপত্র মিলিয়ে প্রায় ৩০০ পাতার চার্জশিট পেশ করা হয়।’ তিনি জানান, ‘বর্তমানে অভিযুক্ত প্রেসিডেন্সি জেলে আছে। বুধবার তদন্তকারী পুলিশ অফিসার জেলে গিয়ে অভিযুক্তের হাতে চার্জশিটের কপি সরবরাহ করবেন। পরবর্তী শুনানির দিনে আদালতে সরকার পক্ষ থেকে অভিযুক্তকে জেল হেপাজতে রেখেই বিচার চালানোর আর্জি জানানো হবে।’ ওই নাবালিকা ও তাঁর মেয়ে ইতিমধ্যেই আলিপুরের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (জেএম) কাছে গোপন জবানবন্দি পেশ করেছেন। দু’জনকেই এই মামলায় সাক্ষী করেছে পুলিশ।
আদালত সূত্রে গিয়েছে, অক্টোবর মাসের শেষ সপ্তাহে পিজি হাসপাতালে ওই ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। ভাবনীপুর থানায় এনিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। সিসিটিভির ফুটেজ সহ অন্যান তথ্য খতিয়ে দেখে পুলিশ পাকড়াও করে অভিযুক্ত ‘দালাল’ অমিত মল্লিককে। তার বিরুদ্ধে ধর্ষণ সহ পকসো আইনে মামলা দায়ের করা হয়। ধৃতকে শনাক্ত করতে আদালতে টিআই প্যারেডের আর্জি জানানো হয়। তার ভিত্তিতে ওই নাবালিকা প্রেসিডেন্সি জেলে গিয়ে অভিযুক্তকে বিচারকের উপস্থিতিতে শানাক্ত করে। ইতিমধ্যে অভিযুক্ত পক্ষ আদালতে একাধিকবার জামিনের আর্জি জানায়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে বিচারক সেই জামিনের আবেদন নাকচ করে দেন। যদিও ধৃতের তরফে আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য দাবি করেছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।