• SIR নিয়ে দুই সংসদে আলোচনা, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন ইউনিট চালু, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৫
  • পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকায় চলছে SIR। মঙ্গলবার লোকসভায় সেই SIR নিয়ে বিশেষ আলোচনা হয়। বুধবার লোকসভায় SIR নিয়ে আলোচনা শেষ হবে। অন্য দিকে, রাজ্যসভায় বন্দেমাতরম বিতর্কের পরে SIR নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা।

    মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৬০ মেগাওয়াট সুপার ইউনিট পাওয়ার তৈরি করা হয়েছে। এটা রাজ্যের অন্যতম বড় ইউনিট। চলতি মাসেই জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নতুন এই ইউনিট চালু হওয়ার বিষয়ে আশ্বাসও দিয়েছিলেন। সেই মতো আজ, বুধবার থেকে এই ইউনিট থেকে শুরু হবে বিদ্যুৎ সরবরাহ।

    SIR নিয়ে আজ, বুধবার রাজ্যের নতুন ৫ জন স্পেশাল রোল অবজ়ার্ভারের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সঙ্গে থাকবেন রাজ্যের CEO দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এ ছাড়া, বৈঠকে রাজ্যের দায়িত্বে থাকা স্পেশাল রোল অবজ়ার্ভার তথা প্রাক্তন আমলা সুব্রত গুপ্তের থাকার কথা।

    ১০ ডিসেম্বর, বুধবার থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নিষিদ্ধ হতে চলেছে। দেশের যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলসের দাবি, বুধবারের পরেও যে সব সোশ্যাল মিডিয়া সংস্থা ১৬ বছরের কম বয়সিদের তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেবে, তারা আইন ভঙ্গ করবে। এর জন্য তাদের ৫ কোটি ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। এখন এই বিষয়ে সেই দেশের সরকার কী পদক্ষেপ করে, সেই দিকে থাকবে নজর।

    UCL-এর ম্যাচ ডে সিক্সে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।রাত দেড়টার সময়ে মুখোমুখি হবে দুই দল। একই সময়ে নামবে ক্লাব ব্রুগ ও আর্সেনাল, আতলেতিক ক্লাব ও PSG।

  • Link to this news (এই সময়)