• তিস্তায় বিষ প্রয়োগ? ভাসছে অসংখ্য মৃত মাছ
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, ময়নাগুড়ি: বিষক্রিয়ায় একাধিক মাছের মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনীর তিস্তা নদীতে। মঙ্গলবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল ওই এলাকায় পরিদর্শনে আসে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। দোমহনী এলাকার তিস্তায় গত এক সপ্তাহ ধরে বিষ তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যার ফলে মাছের মড়ক লেগেছে।

    রবিবারের পরে মঙ্গলবার সকালেও বিপুল পরিমাণ মরা মাছ ভেসে উঠতে দেখা যায় তিস্তা নদীতে। সেই মাছ সংগ্রহের হিড়িক পড়ে যায়। বোরোলি, পুঁটি, রিঠা মৌরোলা, দ্বারিকা-সহ নানা নদীয়ালি মাছ ভেসে ওঠে। এ নিয়ে পরিবেশপ্রেমী নন্দু রায় বলেন, 'এই ধরনের ঘটনা সত্যিই চিন্তার। এর ফলে শুধু নদীয়ালি মাছ নয়, ছোটো কীটপতঙ্গ, জলজ পাখিদেরও ক্ষতির মুখে পড়তে হতে পারে।'

    জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তরের সহ-আধিকারিক রমেশচন্দ্র বিশ্বাস বলেন, 'কিছু অসাধু মানুষ এই কাজ করছেন। ঘটনা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাজুড়ে সচেতনতাও বাড়ানো হবে।' উত্তরবঙ্গ মৎস্যজীবি ফোরামের জেলা সম্পাদক সরোজ চন্দ্র দাস জানান, দোষীদের অবিলম্বে শনাক্ত করা উচিত। বন দপ্তরের জলপাইগুড়ি বনবিভাগের এডিএফও জয়ন্ত মণ্ডলও বিষয়টি নিয়ে চিন্তা ব্যক্ত করেন।

  • Link to this news (এই সময়)