• সাতসকালে রেসকোর্সের সামনে দুই সাফাইকর্মীকে ধাক্কা বহুমূল্যের ফেরারি গাড়ির, গুরুতর আহত ৪
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৫
  • বুধবার ভোরে রেসকোর্সের সামনে ভয়াবহ দুর্ঘটনা। এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা একটি দামি ফেরারি গাড়ি (স্পোর্টস ভার্সন) রেসকোর্সের সামনে সজোরে ধাক্কা দেয় দুই মহিলা সাফাইকর্মীকে। এর পরে রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে ৭০০ থেকে ৮০০ মিটার এগিয়ে উল্টে যায় গাড়িটি। এতে চালক এবং সওয়ারি, মোট দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের এবং দুই সাফাই কর্মীকে উদ্ধার করে পুলিশ এবং নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

    জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে সওয়ার ছিলেন বাবা ও ছেলে। যদিও এখনও পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই গাড়িটির গতিবেগ অনেকটাই বেশি ছিল। যার ফলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। যদিও পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হবে। এর পরেই নিশ্চিত ভাবে কোনও মন্তব্য করা সম্ভব। ফেরারি গাড়ি রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানার জন্য ওই এলাকায় সমস্ত সিসিটিভি ফুটেজ় খতিয়ে দেখতে পারে পুলিশ।

  • Link to this news (এই সময়)