বন্ধ হল দার্জিলিংয়ের শতাব্দী প্রাচীন 'গ্লেনারিজ'!
আজকাল | ১০ ডিসেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শৈলশহর দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ শতাব্দী প্রাচীন 'গ্লেনারিজ'। দার্জিলিংয়ে যে সমস্ত পর্যটক ঘুরতে যান, তাঁদের কাছে গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে একটা ফোটো না তুলতে পারলে যেন দার্জিলিং ভ্রমণ ১০০ শতাংশ সফল হয়ে ওঠে না।বিশেষ করে গ্লেনারিজ বেকারির বিভিন্ন সুস্বাদু খাবার মন মজিয়েছে বহু পর্যটকের।
কিন্তু মঙ্গলবার থেকেই দুঃসংবাদ। গতকাল থেকে জনপ্রিয় এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। জানা গিয়েছে, নিয়ম না মানার জন্য প্রশাসনের তরফে আপাতত তিন মাস বন্ধের নোটিশ দেওয়া হয়েছে গ্লেনারিজকে।
ব্রিটিশ আমলে গড়ে ওঠে এই বেকারি ও রেস্তোরাঁ। প্রায় ১৩০ বছরের ইতিহাস নিজের বুকে বহন করে চলছে গ্লেনারিজ। বিভিন্ন সময়ে এই রেস্তোরাঁয় একাধিক দেশি, বিদেশি সিনেমার শুটিংও হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, অভিনেতা রণবীর কাপুর অভিনীত 'বরফি' সিনেমা।
কিন্তু এবারে এই প্রসিদ্ধ রেস্তোরাঁ বন্ধের খবর সামনে আসতেই, জোর চর্চা শুরু হয়েছে উত্তরের এই শৈলশহরে।জানা গিয়েছে, গ্লেনারিজের তিনটি ভাগ রয়েছে, বেকারি, রেস্তোরাঁ ও বার।
চলতি সপ্তাহে বার ও লাইভ সঙ্গীত পরিবেশনের অনুমতিপত্র না থাকায়, প্রশাসনের তরফে ৯০ দিনের বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। যার ফলে বড়দিন ও ইংরেজি নববর্ষের আগে দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকেরা বঞ্চিত হবেন গ্লেনারিজে সময় কাটানোর আনন্দ থেকে। অপরদিকে এই সংস্থার সঙ্গে যুক্ত প্রায় আড়াইশো কর্মীর জীবিকা নিয়েও সংশয় তৈরি হয়েছে বলেও মনে করছেন পাহাড়বাসীরা।
এই বিষয়ে সংস্থার মালিক তথা রাজনৈতিক নেতা অজয় এডওয়ার্ডস সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, "আমাদের সংস্থার সমস্ত কাগজ ঠিক রয়েছে। কিন্তু লাইভ মিউজিক প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। মিউজিক আবার চালু করার জন্য দার্জিলিংয়ের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অনুমতির আবেদন করা হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। এরপর প্রশাসনের তরফে নোটিশ দিয়ে ৯০ দিনের জন্য গ্লেনারিজ বন্ধ করে দেওয়া হয়েছে।" অজয়ের দাবি তিনি যেহেতু পাহাড়ের একজন পরিচিত রাজনৈতিক মুখ, সেজন্য এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে।