আগামী ৭ দিন অপরিবর্তিত থাকবে শীতের আমেজ, কলকাতার তাপমাত্রা সামান্য বাড়ল
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের তাপমাত্রা সামান্য বাড়ল। আজ, বুধবার কলকাতার তাপমাত্রা বেড়ে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে ০.৮ কম। মঙ্গলবার তাপমাত্রা খানিকটা কম ছিল। ১৫.২ ডিগ্রি। এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম হিমালয় এলাকার উপর আপাতত শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার কোনও ইঙ্গিত নেই। তাই রাজ্যে যে শীতের আমেজ চলছে তা আগামী ৭ দিন অপরিবর্তিত থাকবে। সাধারণভাবে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের কোথাও কোনও নিম্নচাপ নেই। তাই বৃষ্টির সম্ভাবনাও থাকছে না।আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে ঘন কুয়াশার দাপট। এদিকে, পাহাড়ের আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা জারি থাকবে। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের জেলাগুলিতে একইভাবে শীত বজায় থাকবে।