• শহরে বিলাসবহুল স্পোর্টস গাড়ির ধাক্কায় জখম ২ সাফাইকর্মী
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালেই শহরে ফের পথ দুর্ঘটনা। বিলাসবহুল স্পোর্টস গাড়ির ধাক্কায় জখম ২। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। আঘাত লেগেছে ওই গাড়িতে থাকা দুই আরোহীরও। তাঁদেরও ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, আজ, বুধবার সকালে রেস কোর্সের দিক থেকে রেড রোডের দিকে তীব্র গতিতে যাচ্ছিল একটি বিলাসবহুল স্পোর্টস গাড়ি। মাঝপথেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে কর্মরত দুই সাফাইকর্মীকে ধাক্কা মারে সেটি। পরে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে থামে গাড়িটি।ওই গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন দুই সাফাইকর্মী। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ছিলেন দু’জন। তাঁদেরও আঘাত লেগেছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক নামী গাড়ির কোম্পানির শোরুমের মালিক ও তাঁর ছেলে ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে। এমনটাই জানিয়েছে পুলিশ। তদন্ত শুরু করেছে হেস্টিংস থানা। অপরদিকে গভীর রাতে সার্ভে পার্ক থানা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। গতকাল, মঙ্গলবার রাত দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইপাসের উপর দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সোজা ধাক্কা মারে এক বাইক আরোহী। তারপরেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতের নাম অলোকেশ দাস (২৫)। বাড়ি নরেন্দ্রপুরে। 
  • Link to this news (বর্তমান)