• ১.১১ লক্ষ থেকে ৩.৪৫ লক্ষ, বিজেপিশাসিত পড়শি রাজ্যে মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল তিন গুণ
    প্রতিদিন | ১০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূল্যবৃদ্ধির বাজারে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে আমজনতা। সরকারি কর্মীদের বেতন খানিক বাড়লেও অধিকাংশ বেসরকারি সংস্থার কর্মীদের ভাগ্যে সেটুকু শিকেও ছেড়ে না। যদিও বিজেপিশাসিত ওড়িশায় জনপ্রতিনিধিদের বেতন এক ধাক্কায় বিপুল পরিমাণ বেড়ে গেল। সেখানে এতদিন বিধায়কদের মাসিক বেতন ছিল ১ লক্ষ ১১ হাজার টাকা। মঙ্গলবার তা এক লপ্তে তিন গুণ বেড়ে হল ৩ লক্ষ ৪৫ হাজার টাকা। অর্থাৎ কিনা বেতন বাড়ল ২ লক্ষ ৩৪ হাজার টাকা।

    ওড়িশায় ১৭তম বিধানসভা গঠিত হয়েছে ২০২৪ সালের জুন মাসে। বর্ধিত বেতন ওই জুন মাস থেকেই ধার্য করেছে গেরুয়া সরকার। বেতন বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী মুকেশ মহালিং। উল্লেখ্য, সম্প্রতি বিধায়সভায় একসঙ্গে তিনটি বিল পাশ হয়েছে, তার অন্যতম হল বিধায়ক ও মন্ত্রীদের বর্ধিত বেতন। বিধায়ক-মন্ত্রীদের পাশাপাশি মুখ্যমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এবং বিরোধী দলনেতার বেতনও বাড়ছে তিন গুণ।

    জনপ্রতিনিধিদের বেতন এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত বিল অনুযায়ী, বিধায়ক-মন্ত্রীদের মৃত্যু হলে পরিবারকে ২৫ লক্ষ টাকা সরকারি সাহায্য় করা হবে। পাশাপাশি পাঁচ বছর অন্তর প্রাক্তন বিধায়ক-মন্ত্রীদের পেনশন বাড়ানো হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)