দুর্যোগ খাতে বাংলার বকেয়া প্রায় ৫৪ হাজার কোটি, সংসদীয় কমিটিকে চিঠি তৃণমূলের
প্রতিদিন | ১০ ডিসেম্বর ২০২৫
বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার মোট বকেয়া মোট ৫৩,৬৯৫ কোটি টাকা। এখনও পর্যন্ত রাজ্যের প্রাপ্য এই টাকা মেটান হয়নি কেন্দ্রের তরফে। এই অভিযোগে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার কমিটির বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে যে চিঠিটি দেওয়া হয়েছে, তা আগের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বাংলার পাওনা জানতে চাওয়ার প্রেক্ষিতেই। ২০১৯ সালের সাইক্লোন বুলবুল থেকে ২০২০ সালের আমফান-সহ ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন বিপর্যয় খাতে কেন্দ্রের কাছে বাংলার যে পাওনা রয়েছে, সেই বিশদ খতিয়ান চিঠিতে তুলে ধরেছে তৃণমূল। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের জবাব চাওয়া হবে কমিটির তরফে।
এদিকে, মঙ্গলবার বিরোধী সাংসদদের প্রতিবাদের জেরে তিন মিনিটের মধ্যেই স্থায়ী কমিটির বৈঠক বানচাল হয়ে গিয়েছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে বিপর্যয় মোকাবিলা নিয়ে আলোচনায় উত্তরপ্রদেশ এবং বিহারের মুখ্যসচিবকে ডাকা হয়েছিল। দুই রাজ্যেরই মুখ্যসচিবরা আসেননি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলমত নির্বিশেষে সমস্ত সাংসদরা। তার জেরেই বৈঠক বাতিল করে দেওয়া হয়।
অন্যদিকে, তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক যে তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষে অন্য সব রাজ্যের জন্য ১০০ দিনের কাজে কমবেশি অর্থ বরাদ্দ করা হলেও বাংলার বরাদ্দ শূন্য! কেন্দ্র জানিয়েছে, নতুন অর্থ বছর শুরুর আগেই আগের অর্থবর্ষের সব টাকা মিটিয়ে দেওয়া হয়। অর্থাৎ ২০২৪-২৫ পর্যন্ত সব বকেয়া পরিশোধ করা হয়েছে বাংলা ছাড়া। অর্থাৎ, বাংলার টাকা যে মেটানো হয়নি, সেটা স্পষ্ট ভাষায় স্বীকার করে নিল কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, বাংলা বাদে অন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে ৬৯ হাজার কোটিরও বেশি টাকা পেয়েছে।