অর্ণব দাস: হাতে আর কয়েকটা দিন। আগামী সপ্তাহেই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগেই বুথ লেভেল অফিসার (বিএলও) র বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব! রাতের অন্ধকারে খড়দহের বাসিন্দা মানব চন্দের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। তিনি ওই বিধানসভার ৪৩ নম্বর বুথের বিএলও হিসাবে দায়িত্বে রয়েছেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত মানব চন্দ। রাতেই স্থানীয় খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনায় প্রশ্নের মুখে বিএলওদের নিরাপত্তা।
খড়দহের সূর্যসেন অঞ্চলের বাসিন্দা মানব চন্দ। অভিযোগ, রাতের অন্ধকারে হঠাৎ করেই একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। ছোঁড়া হয় ইট-পাটকেলও! এমনকী দরজাতেও ক্রমাগত লাথি মারা হয় বলে অভিযোগ। রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে পড়ে যান ওই বিএলও এবং তাঁর পরিবারের অন্যান্যরা। গোটা ঘটনা এলাকায় জানাজানি হতেই একেবারে শোরগোল পড়ে যায় খড়দহ সূর্যসেন অঞ্চলে। ছুটে আসেন স্থানীয় মানুষজনও। ঘটনার প্রতিবাদে বিক্ষোভও দেখাতে থাকেন তাঁরা। খবর দেওয়া হয় স্থানীয় নির্দল কাউন্সিলর অর্পিতা দাশগুপ্তকে। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন তিনি। পুরো ঘটনা খতিয়ে দেখেন।
এই প্রসঙ্গে কাউন্সিলর অর্পিতা দাশগুপ্তের দাবি, ”তাঁর ওয়ার্ডে যে কজন বিএলও এসআইআর সংক্রান্ত কাজ করছে, তারা প্রত্যেকে প্রাণ সংশয় ভুগছে।” এমনকী এক বিএলও সে কথা লুকিয়ে তাঁকে ফোনে জানিয়েছে বলেও মন্তব্য কাউন্সিলারের। অন্যদিকে ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন বিএলও মানব চন্দ। একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি।