ওড়িশার মালকানগিরিতে বাঙালিদের বাড়িতে অগ্নি-সংযোগের ঘটনার রেশ দেখা গেল পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। বিজেপি-শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে কথা বলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছে কংগ্রেস। বাঙালিদের নিরাপত্তার প্রশ্নে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেসও।
মমতার উদ্দেশে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মঙ্গলবার বলেছেন, “বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষের নিরাপত্তাহীনতা উদ্বেগজনক ভাবে বেড়েছে। আক্রান্ত বাংলাভাষীদের সুরক্ষা, পুনর্বাসনের বিষয়টি ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে আপনি তুলে ধরুন।” শুভঙ্করের বক্তব্য, বিষয়টি জেনেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলেরও অভিযোগ, ‘ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে বাঙালিদের তাড়িয়ে বেড়ানো হচ্ছে। এখানেও বিজেপি সরকারের রাজনৈতিক উদাসীনতা স্পষ্ট।’
মালকানগিরির রাখালগুডার এক প্রৌঢ়ার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বাঙালি অধ্যুষিত এমভি-২৬ গ্রামে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এলাকায় রয়েছে বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী, বন্ধ ইন্টারনেট পরিষেবাও। পরিস্থিতি নিয়ে ওড়িশা সরকারকে নিশানা করেছে সেখানকার বিরোধীরাও। বিজেডি বিধায়ক রণেন্দ্রপ্রতাপ সোয়েইন বলেছেন, “জীবনের অধিকার, ধর্মীয় স্বাধীনতা বিপদের মুখে। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চাওয়া উচিত বিধানসভার স্পিকারের।” যদিও ওড়িশার বিজেপি বিধায়ক টঙ্কাধর ত্রিপাঠীর বক্তব্য, “আগেকার বিজেডি সরকারের তুলনায়, বর্তমান সরকার পরিস্থিতি ঠিক ভাবেই সামলেছে।”