• কলকাতায় ইন্ডিগোর পরিষেবা সরেজমিনে পরিদর্শন বিমান পরিবহণ মন্ত্রকের কর্তার
    আনন্দবাজার | ১০ ডিসেম্বর ২০২৫
  • গত কয়েক দিনের অব্যবস্থা কাটিয়ে মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে পুরোপুরি স্বাভাবিক হল বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা। এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্ডিগোর ৯১টি উড়ানের আসার এবং ৯০টি উড়ানের কলকাতা থেকে ছেড়ে যাওয়ার ছিল। সব ক্ষেত্রেই উড়ান সময়ে ছেড়েছে বলে বিমানবন্দর সূত্রের খবর।

    এ দিন কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর উড়ান পরিষেবা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অন্যতম অধিকর্তা তনভি সুন্দ্রিয়াল। তিনি ইন্ডিগোর বিভিন্ন পরিষেবা সংক্রান্ত ক্ষেত্র খুঁটিয়ে দেখেন। বিশেষত, ওই বিমান সংস্থার হেল্প ডেস্ক, চেক-ইন কাউন্টার, সিকিয়োরিটি হোল্ড এরিয়া, প্রস্থান গেট এবং বিভিন্ন ক্ষেত্রে যাত্রীদের সারি সামলানোর ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা দেখেন ওই কর্তা।

    যাত্রীদের সঙ্গে থাকা মালপত্র নিয়ে যাওয়ার এবং সেগুলি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও দেখেন। পরে বিমানবন্দরে বিভিন্ন সংস্থার উড়ান, কর্মী সংখ্যা সম্পর্কে তনভি খোঁজখবর নেন। বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়াও বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এবং বিভিন্ন উড়ান সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তিনি।

    এ দিকে, সাম্প্রতিক বিপর্যয়ের পরে ইন্ডিগোর দৈনিক পরিষেবায় থাকা উড়ানের পাঁচ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে সংস্থার কিছু উড়ানের সংখ্যা কমিয়ে সেই জায়গায় অন্য উড়ান সংস্থাকে ওই দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর।

    ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেট তাদের উড়ানের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে। স্পাইসজেট দু’টি নতুন বোয়িং-৭৩৭ বিমান তাদের পরিষেবায় অন্তর্ভুক্ত করেছে। ওই দু’টি উড়ান দিল্লি-ব্যাঙ্কক, আমদাবাদ-দুবাই এবং কলকাতা-আমদাবাদ পথে চলবে বলে খবর।

    এ দিকে, যাত্রীদের চাহিদা থাকায় পূর্ব রেল আজ, বুধবার এবং আগামী শুক্রবার হাওড়া থেকে নয়াদিল্লির মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই বিশেষ ট্রেনটি আজ নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছেড়ে কাল, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হাওড়ায় পৌঁছবে। ফিরতি পথে ১২ ডিসেম্বর শুক্রবার রাত দেড়টায় ওই ট্রেনটি হাওড়া থেকে ফের নয়াদিল্লি অভিমুখে রওনা হবে। দু’টি ট্রেন মিলিয়ে প্রায় ১৯৪০ জন যাত্রী সফরের সুযোগ পাবেন।
  • Link to this news (আনন্দবাজার)