বিহারের নম্বর প্লেট লাগিয়েও চেষ্টা বিফলে, ছিনতাইয়ে গ্রেফতার দুই
আনন্দবাজার | ১০ ডিসেম্বর ২০২৫
ছিনতাইয়ের অভিযোগে অন্তত পাঁচ বার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত। গত মাসের শেষ দিকে জামিনে জেল থেকে ছাড়া পায় সে। তার পরে ফের স্বমূর্তি ধরে। তবে, এ বার পুলিশকে ফাঁকি দিতে বিহারের নম্বর প্লেট লাগানো মোটরবাইক নিয়ে অভিযুক্ত বেরিয়েছিল ছিনতাই করতে। ভেবেছিল, বিহারের নম্বর প্লেট থাকায় পুলিশ তার নাগাল পাবে না। সেই আশা অবশ্য বিফলেই গিয়েছে তার। গত রবিবার হেয়ার স্ট্রিট থানার হাতে আবার ধরা পড়েছে মূল অভিযুক্ত মহম্মদ রবিউল ওরফে লাল এবং তার এক সঙ্গী সামসাদ আব্বাস। তাদের কাছ থেকে পুলিশ ছিনতাই হওয়া একটি মোবাইল উদ্ধার করেছে।
পুলিশ সূত্রের খবর, গত সপ্তাহে হেয়ার স্ট্রিট থানা এলাকার ম্যাঙ্গো লেন থেকে এক ব্যক্তির মোবাইল ছিনতাই করে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে, অভিযুক্তেরা যে বাইকে এসেছিল, সেটির রং সাদা এবং তাতে রয়েছে বিহারের নম্বর প্লেট। এক তদন্তকারী জানান, বাইকের সব তথ্য ‘সোর্স’দের জানানো হয়। সেই বিবরণ শুনেই তারা জানায়, এমন একটি বাইক নিয়েই ঘুরছে রবিউল। বাইকটি তার এক বন্ধুর। এর পরেই পুলিশ রবিউল ও তার সঙ্গীকে ধরে।