‘ডিজিটাল গ্রেফতারি’র সূত্রে শহরে ধৃত ভিয়েতনামি নাগরিক
আনন্দবাজার | ১০ ডিসেম্বর ২০২৫
‘ডিজিটাল গ্রেফতারি’র একটি মামলার সূত্রে নেতাজিনগর থানা এলাকা থেকে ভিয়েতনামের এক নাগরিককে গ্রেফতার করলেন অন্ধ্রপ্রদেশের সিআইডি-র তদন্তকারীরা। অন্ধ্রপ্রদেশ পুলিশ সূত্রের খবর, হো হুনপুই নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মাস ছয়েক আগে থেকে ওই থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল সে। অন্ধ্রপ্রদেশ সিআইডি-র সাইবার ক্রাইম শাখায় একটি মামলার তদন্তে ওই ভিয়েতনামি নাগরিকের নাম উঠে এসেছে। ডিজিটাল গ্রেফতারির নামে প্রতারণায় মূলত বিদেশি সিম ব্যবহার করা হয়। অভিযুক্ত ভিয়েতনামি ওই সিম প্রতারকদের সরবরাহ করত। ঘটনার তদন্তে নেমে জানা যায়, কলকাতায় গা-ঢাকা দিয়ে রয়েছে সে। এর পরেই কলকাতা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন অন্ধ্রপ্রদেশ পুলিশের তদন্তকারীরা।
পুলিশের দাবি, বছরখানেক ধরেই এ দেশে বসবাস করছে ওই অভিযুক্ত। মঙ্গলবার ধৃতকে আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হয়। অভিযুক্তের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, ‘‘১৫ ডিসেম্বর পর্যন্ত ওই ভিয়েতনামি নাগরিকের ট্রানজ়িট রিমান্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্তের কাছ থেকে প্রায় ২০০টি বিদেশি সিম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ভিয়েতনামি পাসপোর্ট এবং কয়েকটি ভিয়েতনামি পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে বলে আদালতে দাবি করেছেন অন্ধ্রপ্রদেশের সিআইডি-র সাইবার ক্রাইম শাখার অফিসার।’’