• ‘পাখির চোখ’ পশ্চিমবঙ্গ, ফের বোঝালেন মোদী
    আনন্দবাজার | ১০ ডিসেম্বর ২০২৫
  • বিজেপির নজর যে এখন পশ্চিমবঙ্গে তা আজ আবারও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ-র বৈঠকে নেতা-সাংসদদের বঙ্গ বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন তিনি। দলীয় নেতৃত্বকে প্রধানমন্ত্রী বলেন, গঙ্গার জল কিন্তু বিহার হয়েই পশ্চিমবঙ্গে যায়। যা পশ্চিমবঙ্গ ভোটের আগে প্রস্তুতি শুরুর বার্তা হিসেবে দেখছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

    লক্ষ্য যে পশ্চিমবঙ্গ-এ তা বিহার জয়ের দিনেই বলেছিলেন মোদী। বিহার জয় উপলক্ষে আজ সংসদে এনডিএ-র বৈঠকে তাঁকে সম্মান জানান শরিক দলের নেতারা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভোটমুখী পাঁচ রাজ্যের মধ্যে শুধু পশ্চিমবঙ্গে দলের জয়ের উপরে বিশেষ ভাবে জোর দেন মোদী। বিজেপির এক সাংসদ বলেন,‘‘আজকের বক্তব্য থেকে স্পষ্ট আগামী দিনে দলের যাবতীয় লক্ষ্য হতে চলেছে বাংলায় ক্ষমতা দখল।’’ সূত্রের মতে, আজ বৈঠকে মোদী বলেন, এ বার পশ্চিমবঙ্গের পালা। গঙ্গা বিহার হয়েই পশ্চিমবঙ্গে যায়। আজ প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলার জন্য জোর কদমে প্রস্তুতিতে নেমে পড়বে দল। মোদী বৈঠকে বলেন, বিহারের জয় এনডিএ-কে দ্বিগুণ শক্তিশালী করেছে, সেই বলে বলীয়ান হয়ে পরিবর্তনের ঢেউ আনতে হবে পশ্চিমবঙ্গে। বৈঠকে আজ নীতীশ কুমারের ভারসাম্যমূলক রাজনীতির প্রশংসা করেছেন মোদী। বলেছেন, যাবতীয় সমস্যা সামলে নীতীশ এনডিএ-এর জয় নিশ্চিত করেছেন।

    পাশাপাশি, আজকের বৈঠকে মোদী জানান, সরকার সংস্কারমুখী পদক্ষেপগুলি শুধু আর্থিক সংস্কার বা রাজস্ব বৃদ্ধির জন্য নয়, তার আসল লক্ষ্য হল মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করা। তিনি সাংসদদের আমজনতার সমস্যাকে আরও বেশি করে সরকারের কাছে তুলে ধরার উপরে জোর দেন। যাতে সরকারের সংস্কারমুখী এক্সপ্রেস প্রতিটি ঘরের সমস্যার সমাধান করতে সক্ষম হয়। বৈঠকের শেষে সংসদীয়মন্ত্রী কিরেনরিজিজু বলেন, ‘‘আজ প্রধানমন্ত্রী বলেছেন, নিয়ম ভাল। কিন্তু তা ব্যবস্থাকে সংশোধনের লক্ষ্যে। আমজনতা যাতে সমস্যায় না পড়েন, তাঁরা যাতে ভোগান্তির মুখোমুখি না হন, তা নিশ্চিত করার উপরে জোর দিয়েছেন তিনি।’’ বিজেপির একটি সূত্রের দাবি, উড়ান সংস্থা ইন্ডিগোর কারণে গত এক সপ্তাহ ধরে আমজনতার যে হেনস্থা হয়েছে, তার প্রেক্ষিতে ওই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (আনন্দবাজার)