যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। বাংলা ধারাবাহিকের ইউএসপি এটাই। অফিসের কাজ থেকে সংসার— একা হাতে সবটা সামলান মহিলারা। বাস্তবেও, সিরিয়ালেও। শুধুই কি তাই, এছাড়াও রয়েছে বক্সিং, তদন্ত, ডাক্তারি, সাংবাদিকতা। দক্ষ হাতে সবকিছু করছেন নায়িকারা। সঙ্গে শ্বশুরবাড়িতে একের পর এক চ্যালেঞ্জ। সেখানেও পেরিয়ে যাচ্ছেন নানা বাধা। এটাই সিরিয়ালের চেনা ফর্মুলা। এর জেরেই বাড়ে টিআরপি। ২০২৫-এ এই ফর্মুলায় বদল এসেছে। এখন কেবল মহিলারা নন, সমানহারে গুরুত্ব পাচ্ছে পুরুষ চরিত্রও। এমনকি, নামভূমিকাতেও থাকছে পুরুষ। সংখ্যায় কম হলেও গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর ট্রেন্ড থেকে চলতি বছর দূরে থেকেছে বেশ কয়েকটি ধারাবাহিক।
‘পরশুরাম আজকের নায়ক’-এর অন্যতম উদাহরণ। ধারাবাহিকের নির্মাতারা সাধারণত এক্সপেরিমেন্টাল কাজের ঝুঁকি নেন না টিআরপির কথা ভেবে। সেখানে ‘পরশুরাম’-এ নামভূমিকায় রয়েছেন ইন্দ্রজিৎ বোস। তাঁর বিপরীতে তৃণা সাহা। মুখ্য চরিত্রে পুরুষ থাকলেও ধারাবাহিকটির টিআরপি বেশ ভালো। ‘আমাদের দাদামণি’র প্রধান চরিত্রে প্রতীক সেন। এই ধারাবাহিকও ভালো ফল করেছে টিআরপি তালিকায়। বিশ্বনাথ বসু ও ইন্দ্রশিস রায় অভিনীত ‘শ্রীমান ভগবান দাস’, ঋষি কৌশিক অভিনীত ‘সিট বেঙ্গল’-এও গুরুত্ব পাচ্ছে পুরুষ চরিত্র।
কেবল পুরুষ কেন্দ্রিক ধারাবাহিকই নয়। নতুন প্রজন্মকে মাথায় রেখেও গল্প বুনছেন নির্মাতারা। সেখানে র্যাপ মিউজিক, সাইবার জালিয়াতি, স্কুলজীবন— প্রাধান্য পাচ্ছে নতুন প্রজন্মের চাহিদানুযায়ী গল্প। আবার বছরজুড়ে রোমান্টিক ধারাবাহিকের রমরমা। সদ্য শুরু হয়েছে ‘বেশ করেছি প্রেম করেছি’। বছরের একেবারে শুরুতে ‘চিরদিনই তুমি যে আমার’ শুরু হয়েছিল। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেতাদের বিবাদ স্টুডিওপাড়ার বাইরে দর্শকের মধ্যেও আলোড়ন তৈরি করেছিল। বিবাদের জেরে নায়িকার মুখ বদল হয়েছে। সাম্প্রতিক অতীতে প্রকাশ্যে ধারাবাহিকের দুই মুখ্য শিল্পীর মধ্যে এমন বিবাদ দেখা যায়নি। এবছর আরও একটি ট্রেন্ড লক্ষণীয়। সিনেমা, সিরিজে অভিনয়ের পর ছোটপর্দায় ফিরেছেন অনেকেই। জীতু কামাল, মধুমিতা সরকার, রনিতা দাস, শোলাঙ্কি রায়, স্বস্তিকা দত্ত — প্রত্যেকেই ছোটপর্দার জনপ্রিয় মুখ। সিনেমা, সিরিজেও নজর কেড়েছেন তাঁরা। ফের ফিরেছেন ছোটপর্দায়। অভিনেত্রী রাজনন্দিনী পালের নাম বিশেষ ভাবে উল্লেখ্য। সিরিজ, সিনেমার পর তিনি এসেছেন ছোটপর্দায়। ধারাবাহিকে পারিশ্রমিক বেশি বলেই কি এই সিদ্ধান্ত? নাকি বড়পর্দার অফার কমে যাওয়ায় ছোটপর্দাকেই আঁকড়ে বেঁচে থাকতে চান অভিনেতারা? সে চর্চা চলবে।