• অনলাইন গেমিংয়ে খুইয়েছিল লক্ষাধিক টাকা, নিজেকেই অপহরণের ছক উত্তরপ্রদেশের ছাত্রের
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৫
  • অনলাইন গেম খেলার নেশায় বুঁদ হয়ে থাকত পড়ুয়া। সেই খেলাতেই খোয়া গিয়েছিল লক্ষাধিক টাকা। বাড়িতে জানাজানি হলে তুলকালাম হতে পারে। তাই খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে বন্ধুর সাহায্যে নিজেকে অপহরণ করার ছক কষেছিল উত্তরপ্রদেশের ওই পড়ুয়া। উদ্দেশ্য ছিল, পরিবারের উপরে চাপ সৃষ্টি করে খোয়া যাওয়া টাকা উদ্ধার করা। শেষে পুলিশের জালে ধরা পড়ে ওই পড়ুয়া।

    পুলিশ সূত্রে খবর, ওই পড়ুয়ার বাড়ি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির বি.কমের পড়ুয়া। তার বাবা সেচ দপ্তরের প্রাক্তন কর্মী ছিলেন। গত রবিবার থেকে তার খোঁজ মিলছিল না। মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন আসতে পুলিশে খবর দেন পরিবারের লোকজন। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। একধিক টিম গঠন করে ওই পড়ুয়াকে খুঁজতে শুরু করে পুলিশ। কয়েকঘণ্টার মধ্যেই ওই পড়ুয়া এবং তার বন্ধুকে উদ্ধার করে পুলিশ।

    পুলিশকে ওই দুই পড়ুয়া জানিয়েছে, অনলাইন গেমিংয়ে প্রায় ৮ লক্ষ টাকা খুইয়েছিল তারা। সেই খোয়া যাওয়া টাকা উদ্ধারের জন্যই অপহরণের নাটক করেছিল তারা। তবে দুই পড়ুয়ার পরিবারের অনুরোধে কোনও অভিযোগ দায়ের করে মামলা করেনি পুলিশ।

    পুলিশ আধিকারিক কমলেশ কুমার জানান, ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ চারটি বিশেষ দল গঠন করে। কয়েকঘণ্টার মধ্যেই ওই দুই পড়ুয়াকে খুঁজে বের করা হয়। পুলিশকে 'অপহৃত' জানায়, বন্ধুর মারফৎ সে অপহরণের গল্প ফেঁদে মুক্তিপণ আদায় করে খোয়া যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা করে সে।

  • Link to this news (এই সময়)