• ভালোবাসার প্রস্তাবে সাড়া দেননি বন্ধুর প্রেমিকা, রাগে যুবককে খুন করে মুণ্ড-হাত-পা কেটে নেওয়ার অভিযোগ
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৫
  • বন্ধুর প্রেমিকাকে ইনস্টাগ্রামে মেসেজ। বন্ধুর অগোচরে তাঁর সঙ্গে সম্পর্ক রাখার জন্য একাধিক বার অনুরোধ। ওই তরুণী রাজি না হওয়ায় আক্রোশ বন্ধুর উপরে। এরই জেরে বন্ধুকে খুন করে মাথা, হাত, পা শরীর থেকে আলাদা করে ফেলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাটের নখাত্রানার মুরু গ্রামে।

    জানা গিয়েছে, গত ২ ডিসেম্বর নিখোঁজ হয়ে যান ওই গ্রামের যুবক রমেশ মহেশ্বরী। পরিবারের লোকজন তাঁর খোঁজে শুরু করে তল্লাশি। প্রাথমিক তদন্তের পরে পুলিশের সমস্ত সন্দেহ গিয়ে পড়ে তাঁর বন্ধু কিশোরের উপরে। জানা গিয়েছে, ২০ বছরের কিশোরের সঙ্গে রমেশের অশান্তি হয়েছিল এক তরুণীকে কেন্দ্র করে। পুলিশ জানিয়েছে, ওই তরুণীকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন কিশোর। রমেশের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁর সঙ্গেও সম্পর্ক রাখার জন্য চাপ দিতে থাকেন কিশোর। এই নিয়ে দু’জনের মধ্যে বচসাও হয়। এর পরেই রমেশকে খুন করার ছক কষেন কিশোর, সন্দেহ তদন্তকারীদের।

    তদন্তে পুলিশ জানতে পারে, রমেশকে খুন করে দেহ টুকরো করা হয়। তাঁর মাথা শরীর থেকে ছিন্ন করে দেওয়া হয় ধারাল অস্ত্র দিয়ে। এর পরে হাত এবং পা কেটে ফেলা হয়। ওই অংশগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে বাকি অংশ মাটি চাপা দিয়ে দেন কিশোর, অভিযোগ এমনটাই। গত সোমবার ওই দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। যেখানে দেহের বাকি অংশ পুঁতে রাখা হয়েছিল, তাও খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই সেই দেহ এবং দেহাংশ তুলে দেওয়া হয়েছে ফরেন্সিক বিভাগের হাতে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, যাতে রমেশের দেহ চিহ্নিত করা না যায়, সে জন্যই এ ভাবে তা ছিন্নভিন্ন করা হয়েছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

  • Link to this news (এই সময়)