এই সময়, হাওড়া: হাওড়া স্টেশনের সঙ্গে সংযোগকারী ফোরশোর রোডে সম্প্রতি শুরু হয়েছে মেরামতির কাজ। তার জেরে ফোরশোর রোড-সহ আশপাশের রাস্তাগুলিতে অফিস টাইমে তীব্র যানজট তৈরি হচ্ছে। যানজট সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। সেই সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগ। জানা গিয়েছে, গত বুধবার থেকে রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন এলাকায় ফোরশোর রোডের একটি লেন বন্ধ রেখে মেরামতির কাজ শুরু করেছে। ফলে সেখানে রাস্তা সরু হয়ে যাওয়ায় গাড়ি যাতায়াতে সমস্যা হচ্ছে।
কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে যাঁরা হাওড়া স্টেশনে ট্রেন ধরতে যান, তাঁদের অনেকেই ফোরশোর রোড ব্যবহার করেন। রাস্তার একটা অংশে গাড়ি চলাচল বন্ধ থাকায় হাওড়া স্টেশনে পৌঁছতে বেশি সময় লাগছে। হাওড়া ময়দান থেকে নবান্ন কিংবা শালিমার স্টেশনে যাওয়া-আসা করার জন্যও অনেকে ফোরশোর ধরে যাতায়াত করেন।
হাওড়া থেকে দক্ষিণবঙ্গগামী বহু দূরপাল্লার বাসও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তারাও এখন যানজটে আটকে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে ছোট গাড়ি ও বাইককে রামকৃষ্ণপুর ঘাট মোড় থেকে জিটি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কাজিপাড়া মোড় থেকেও যে সব গাড়ি ফোরশোর রোড ব্যাবহার করে তাদেরকে জিটি রোড ব্যবহার করতে বলা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের ডিসি (ট্র্যাফিক) সুজাতা কুমারী বীণাপাণি বলেন, 'রাস্তার কাজের জন্য আপাতত কিছু গাড়িকে অন্য রুটে ঘুরিয়ে দিয়ে দেওয়া হচ্ছে।'