• 'বহিষ্কৃত' বিপিনের বাড়বাড়ন্তে বিস্মিত খোদ আদিবাসী সংগঠন
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, পুরুলিয়া: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) প্রক্রিয়ায় এনিউমারেশন ফর্ম পূরণ নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে বিপিনবিহারী বেসরাকে। কিন্তু কে এই বিপিন? সেই তথ্য খুঁজতে গিয়ে উঠে আসছে নানা তথ্য। সামাজিক সংগঠনের হাত ধরে বিপিনের উত্থান। যদিও তাঁর সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ইতিমধ্যে ছিন্ন করেছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। এই সংগঠনের জেলা পারগানা রতনলাল হাঁসদা বলছেন, 'বিপিন আগে এই সংগঠনের হয়ে বান্দোয়ানের কুইলাপাল অঞ্চলের কাজ দেখত। জঙ্গলমহল সংগঠনের আহ্বায়ক হিসেবে ওর নাম প্রস্তাব করে রাজ্য সংগঠনের কাছেও পাঠানো হয়েছিল।'

    তার পরেই ছন্দপতন। রতনলাল বলছেন, 'ওর নামে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসে পৌঁছয়। তা খতিয়ে দেখে আমরা রাজ্য কমিটির কাছে পাঠানো সুপারিশ খারিজ করে দিই। পরে ওকে সংগঠন থেকেও বহিষ্কার করা হয়। ওর সঙ্গে এই সংগঠনের এখন কোনও যোগ নেই।' সেখানেই শেষ নয়। তিনি জানাচ্ছেন, মাঝি সরকারের ফর্ম পূরণের জন্য মাথা পিছু তিন হাজার টাকা নেওয়া হচ্ছিল। পরিবারের অন্য সদস্য আগ্রহী হলে তার জন্য আরও বাড়তি এক হাজার টাকা দিতে হতো।

    রতনলালের প্রশ্ন, 'কোনও রাষ্ট্রের নাগরিকত্ব পেতে গেলে কি সত্যিই টাকা দিতে হয়? আমি বহুদিন ধরে এই সামাজিক সংগঠনে রয়েছি। কোনওদিন এমনটা শুনিনি।' তিনি যোগ করেন, 'এই কার্ড থাকলে নানা ধরনের পরিষেবা সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে, এই প্রচারে সাধারণ মানুষের একাংশ বিভ্রান্ত হয়েছিলেন। রাজ্য জুড়ে এনিউমারেশন ফর্ম পূরণ চলছে। সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু সুবিধাবাদী লোক মানুষকে বোকা বানাতে চাইছিল। প্রশাসন ঠিক সময়ে হস্তক্ষেপ করেছে বলে বিষয়টি স্পষ্ট হয়েছে।'

    ওয়েস্ট বেঙ্গল আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা সভাপতি সতন কুমার সরেনের মন্তব্য, 'আমি নিজে বান্দোয়ানের বাসিন্দা, কিন্তু কোনওদিন বিপিনের নাম সে ভাবে শুনিনি।' যোগ করেন, 'এটা ঠিক, ছত্তিসগড়ের ওই সংগঠনের সঙ্গে হয়তো সামাজিক কাজকর্মের কিছু মিল রয়েছে, কিন্তু তাকে সামনে রেখে আদিবাসী মানুষের একাংশের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে এনিউমারেশন ফর্ম পূরণ না-করতে দিলে সমস্যা তো বাড়বেই।' ভারত জাকাত মাঝি পারগানা জুয়ান মহলের জেলা পারগানা রাজেন টুডু বলছেন, 'কে বিপিন, আমরাও জানতাম না। মাঝি সরকারের ফর্ম পূরণের বিষয়টি সামনে আসার পরে ওর নাম আমরা জানতে পারি।'

  • Link to this news (এই সময়)