• আস্থা ভোটের আগেই বড় সিদ্ধান্ত, পদত্যাগ বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৫
  • আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। বুধবার বেলা ১২টায় আস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বনগাঁ পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ই-মেল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। নিজের ইস্তফাপত্রে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশের কথাও উল্লেখ করেছেন গোপাল শেঠ।

    উল্লেখ্য, গত ৬ নভেম্বর গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করায় তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তিন কাউন্সিলার। গোপালের দাবি ছিল, পুরসভার অপসারিত ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ‍্য তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন। সেই বিষয়টি বিচারাধীন থাকায় তিনি পদত্যাগ করতে পারেননি। পাশাপাশি কেন তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তা জানতে চেয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে একটি চিঠিও দিয়েছিলেন গোপাল।

    এ দিকে পুরসভার পরিষেবা নিয়েও ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে। পুরসভায় অচলাবস্থা তৈরির অভিযোগ তুলেছিল বিজেপি। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হলে গোপালের জয়ের সুযোগ ছিল খুবই ক্ষীণ, দাবি রাজনৈতিক মহলের।

  • Link to this news (এই সময়)