• শ্লীলতাহানিতে অভিযুক্তকে ছিনিয়ে নেয়ার চেষ্টা!
    আজকাল | ১০ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্কুল শেষ হবার পর  চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ৷ ওই কর্মীর নাম ট্যুরে সাধু ৷ ঘটনার কথা জানাজানি হতেই পড়ুয়াদের অভিভাবক এবং স্থানীয়রা এসে স্কুলে ভাঙচুর চালায় বলেও অভিযোগ৷ অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ও স্কুলের পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার গাড়াপোতা বাজার এলাকায় গাড়াপোতা গার্লস হাইস্কুল। 

    জানা  গিয়েছে, উত্তেজিত পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা স্কুলে ভাঙচুর চালানোর পাশাপাশি এবং অভিযুক্তের শাস্তির দাবিতে বনগাঁ-বাগদা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। স্কুলটি যেহেতু একটি বাজার সংলগ্ন এলাকায় সেজন্য দ্রুত ভিড় জমে যায়। স্থানীয় একটি সূত্রের দাবি, অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় স্থানীয়দের।

    (বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
  • Link to this news (আজকাল)