• চায়ের দোকানের 'আড্ডা' রূপ নিল ভয়াবহ হত্যাকাণ্ডে!
    আজকাল | ১০ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সকাল সকাল বিপত্তি৷ চায়ের দোকানের সামনে নৃশংস আক্রমন। হাতাহাতির জেরে প্রাণ গেল এক বৃদ্ধের৷ জানা গিয়েছে, অভিযুক্ত বৃদ্ধকে ঘুসি মারার পর অসুস্থ হয়ে পড়েন তিনি৷ এর পরই মারা যান বৃদ্ধ৷ মৃত বৃদ্ধের নাম লাল্টু শিকদার৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ধমান মেমারিতে৷ ঘটনার খবর পেয়েই তদন্তে নামে পুলিশ৷ 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও বৃদ্ধ দুজনই মেমারি থানার বড়পলাশন এলাকার বাসিন্দা৷ আজ, অর্থাৎ বুধবার সকালে এলাকার একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন কয়েকজন ব্যক্তি৷ ঠিক সেই সময় ৭০ বছরের বৃদ্ধ লাল্টু শিকদারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বছর ষাটের শেখ আসলাম নামের এক ব্যক্তি। ক্রমে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়৷ উত্তেজনা চরমে পৌঁছলে তাঁদের মধ্যে কিল-ঘুসি শুরু হয়। অভিযোগ, বৃদ্ধ লাল্টু শিকদারকে অভিযুক্ত শেখ আসলাম সজোরে ধাক্কা মারেন। ধাক্কা সামলাতে না পেরে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে যান বৃদ্ধ। 

    পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, এরপর স্থানীয়রা বৃদ্ধ লাল্টু শিকদারকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে বৃদ্ধের পরিবারকে খবর দেওয়া হয়। খবর যায় মেমারি থানাতেও৷ অন্যদিকে বচসা বা হাতাহাতির জেরে অভিযুক্তও অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্ত বৃদ্ধকে আটক করেছে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে৷ এই ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবারের সদস্যরা।
  • Link to this news (আজকাল)