• প্রশিক্ষণরত বিমান সেবিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার প্রেমিক
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • কেরল, ১০ ডিসেম্বর: এর্নাকুলামের মালয়াত্তুর থেকে গত শনিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান চিত্রপ্রিয়া নামে প্রশিক্ষণরত এক বিমান সেবিকা। নিখোঁজের প্রায় তিনদিন পর চিত্রপ্রিয়ার বাড়ির খানিকটা দূরে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। তারপরেও তদন্তে নামে পুলিশ। শেষপর্যন্ত তদন্তে পুলিশের জালে ধরা পড়ল প্রশিক্ষণরত ওই বিমান সেবিকার প্রেমিক। ধৃতের নাম অ্যালেন। অপরাধ স্বীকার করে অ্যালেন পুলিশকে জানিয়েছে, চিত্রপ্রিয়ার সঙ্গে বচসার মাঝেই পাথর দিয়ে তাঁর মাথায় আঘাত করা সে।এরপর তাঁর দেহ কুরাপিল্লির কাছে পরিত্যক্ত রাবার তৈরির কারখানার কাছে ফেলে রেখে চম্পট দেয় অ্যালেন। ঘটনার সময় চিত্রপ্রিয়ার প্রেমিক মদ্যপ অবস্থায় ছিল বলেই জানা গিয়েছে। অভিযুক্তকে কালাডি থানার পুলিশ নিজেদের হেপাজতে নিয়েছে। পুলিশ মৃতদেহের কাছ থেকে রক্তমাখা ওই পাথর উদ্ধার করেছে। মাথার পিছনে একটি গভীর ক্ষতও পাওয়া গিয়েছে, যা ভোঁতা পাথরের আঘাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।   
  • Link to this news (বর্তমান)