• এইচ-১ বি ভিসার জন্য ভারতীয়দের ইন্টারভিউয়ের তারিখ পিছল আমেরিকা
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১০ ডিসেম্বর: আমেরিকার পদক্ষেপে ফের বিপাকে পড়তে চলেছেন বহু ভারতীয়। বিশেষ করে যাঁরা মার্কিন মুলুকে পাড়ি দিয়ে কাজে যোগ দেওয়ার কথা ভাবছেন। কারণ ভারতে এইচ-১ বি ভিসার জন্য ইন্টারভিউয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসে যাঁদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল, তাঁদের পিছিয়ে মার্চে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে গতকাল, মঙ্গলবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস বিবৃতি দিয়ে জানিয়েছে, যে সব ভিসা আবেদনকারীর ইন্টারভিউয়ের তারিখ বদলে গিয়েছে, তাঁদের সাহায্য করবে ‘মিশন ইন্ডিয়া’। নতুন ইন্টারভিউয়ের দিনক্ষণ নিয়ে কোনও প্রশ্ন থাকলে সে ক্ষেত্রেও সাহায্য করা হবে।তবে মার্কিন দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, ইন্টারভিউয়ের পুনঃনির্ধারিত তারিখ জানানোর পরেও যদি কোনও আবেদনকারী পুরনো তারিখে কনস্যুলেটে যান, তা হলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু কেন এই পদক্ষেপ? সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। তবে সূত্রের খবর, আমেরিকার বিদেশ দপ্তর সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কিছু নিয়ম লাগু করেছে। যার ফলে এইচ-১ বি ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এইচ-১বি হল একটি অ-অভিবাসী ভিসা, যার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে মার্কিন মুলুকে থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। তবে ট্রাম্পের প্রশাসন এই ভিসার ক্ষেত্রে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। আগের তুলনায় এই ভিসা পাওয়া এখন জটিল হয়ে যাচ্ছে। বাড়ানো হয়েছে নজরদারিও। 
  • Link to this news (বর্তমান)