• দুর্গাপুজোর পর দীপাবলি, ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেল আলোর উৎসব
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১০ ডিসেম্বর: দুর্গাপুজোর পর দীপাবলি, আরও এক ভারতীয় উৎসবকে বিশেষ স্বীকৃতি দিল ইউনেস্কো। যাকে কেন্দ্র করে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত হল দীপাবলি। অর্থাৎ ভারতের এই উৎসব এখন থেকে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের অংশ। ২০২১ সালের ১৫ ডিসেম্বর এই ,স্বীকৃতি আসে বাঙালির শ্রেষ্ঠপুজো দুর্গাপুজোর ক্ষেত্রে। এবার সেই তালিকায় উঠে এল আলোর উৎসব দীপাবলিও। ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির একটি তালিকা প্রকাশ করেছে ইউনেস্কো। যাতে নাম রয়েছে দীপাবলির।আর সেই খবর দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্সে লেখেন, ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তালিকায় দীপাবলির জায়গা পাওয়াটা আনন্দের। সারা বিশ্বে এই উৎসবের জনপ্রিয়তা আরও বেড়ে যাবে।’ ইউনেস্কোর তরফে জানানো হয়েছে, দীপাবলি, যাকে দিওয়ালি বা দেওয়ালিও বলা হয়, এটি একটি আলোর উৎসব, যা প্রতি বছর গোটা ভারতজুড়ে পালন করা হয়। দীপাবলি আশা, পুনর্নবীকরণ এবং খারাপের উপর ভালো, অন্ধকারের উপর আলোর জয়ের প্রতীক হিসেবে পালন করা হয়। এই সময়ে ভারতীয়রা, নিজেদের বাড়ি সুন্দর করে সাজিয়ে তোলেন। এমনকি জনবহুল এলাকাগুলিতেও মোমবাতি, প্রদীপ জ্বালানো হয়। বাজি পোড়ানো হয়, এই সময়টাতেই সমৃদ্ধি এবং নতুন কিছুর শুভ সূচনার জন্য প্রার্থনা করেন ভারতীয়রা।  
  • Link to this news (বর্তমান)