• পথ দুর্ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী ভোলানাথের ছেলে সত্যজিতের মৃত্যু, চাঞ্চল্য
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ট্রাকের সঙ্গে চারচাকা গাড়ির সংঘর্ষের জেরে মৃত্যু হল দু’জনের। জখম বহু। আজ, বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা-বাসন্তী সড়কে ন্যাজাট থানার অন্তর্গত তালতলার কাছে। আর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী ভোলানাথ ঘোষের ছোট ছেলে ও গাড়ির চালকের। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে ছিলেন ভোলানাথ নিজে। তিনিও জখম বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ট্রাকের সঙ্গে চারচাকা গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে গাড়িতে থাকা ভোলানাথের ছোট ছেলে ও চালকের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জখম বহু।তাদের উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলানাথ ছাড়াও জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়েই পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ। দুর্ঘটনার জেরে কলকাতা-বাসন্তী সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। যার ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি হয়। কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, যে ট্রাকটির সঙ্গে ভোলানাথবাবুদের গাড়ির ধাক্কা লেগেছে, তার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। পলিউশন সার্টিফিকেটের মেয়াদও উত্তীর্ণ। আব্দুল সামাদ মোল্লার থেকে ট্রাকটি কেনে নজরুল মোল্লা। এই নজরুল আবার শাহজাহান ঘনিষ্ঠ বলে সূত্র মারফত জানা গিয়েছে। ট্রাকটির চালক পলাতক। 
  • Link to this news (বর্তমান)