উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়তি ১০ মিনিট সময় দেওয়ার প্রস্তাব
দৈনিক স্টেটসম্যান | ১০ ডিসেম্বর ২০২৫
২০২৬-এর ফেব্রুয়ারিতে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার পরীক্ষা। এই পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১২টায়। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে, অর্থাৎ ৯.৫০ মিনিটে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে ১০ মিনিট আগে। যাতে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা।”
চতুর্থ সেমিস্টারের পরীক্ষার দিনই দ্বিতীয় ভাগে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার কথা। এটি হবে ওএমআরশিটে। পরীক্ষা শুরু হবে দুপুর ১টায় এবং শেষ হবে ২টো ১৫মিনিটে। এখানেও ওএমআরশিট দেওয়া হবে পরীক্ষার্থীদের ১০ মিনিট আগে অর্থাৎ ১২.৫০ মিনিটে। পরীক্ষার সময়ে কোনও হেরফের হচ্ছে না বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৃতীয় সেমিস্টার ১ ঘণ্টা ১৫ মিনিট এবং চতুর্থ সেমিস্টার দু’ঘণ্টা হবে। পুরনো পরীক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মে কোনও বদল নেই। তারা ৩ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা দেবেন।