• আত্মহত্যা করেন বাবা-মা, ৬ মাস পর মেয়েরও 'রহস্যমৃত্যু'! গোটা পরিবার শেষ শুধু এই কারণেই....?
    ২৪ ঘন্টা | ১০ ডিসেম্বর ২০২৫
  • বিধান সরকার: একদা বিত্তশালী পরিবারের একী পরিণতি! ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন বাবা-মা। এবার অস্বাভাবিকভাবে মৃত্যু হল মেয়েরও। বাড়িতেই পাওয়া গেল পচগলা দেহ। চাঞ্চল্য হুগলির চন্দননগরে।

    স্থানীয় সূত্রে খবর, চন্দননগরের  বৈদ্যপোতা এলাকায় স্ত্রী সুনীতা ও একমাত্র মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে থাকতেন একেন্দ্র নাথ দাস। পরিবারটি খুবই বিত্তশালী ছিল। কোলিয়ারী ব্যবসা ছিল একেন্দ্র নাথের। পরবর্তীকালে সেই ব্যবসায় মন্দা দেখা দেয়। একসময়ে যাদের টাকার কোনও অভাব ছিল না, তাদেরই দিন কাটছিল চরম আর্থিক অনটনে।  চলতি বছরের ৬ জুন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বাবা-মা ও মেয়ে। 

    বাড়ি থেকে তিনজনকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। চন্দননগর হাসপাতালে মৃত্য়ু হয় একেন্দ্র নাথ ও তাঁর স্ত্রী সুনীতা। সেযাত্রায় অবশ্য বেঁচে গিয়েছিলেন শর্মিষ্ঠা। শারীরিক অবস্থায় স্থিতিশীল হওয়ার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। এরপর থেকে বাড়িতে একাই থাকতেন তিনি। কিন্তু গত কয়েকদিন ধরে নাকি শর্মিষ্ঠাকে দেখা যাচ্ছিল না! এক পরিচিত জানিয়েছেন, খাবার দিলেও খেতেন না।

    আজ, বুধবার জানলা দিয়ে উঁকি মেরে দেখেন, ঘরের মেঝেয় পড়ে রয়েছে শর্মিষ্ঠার নিথর দেহ।  রীতিমতো দুর্গন্ধ বেরোচ্ছে। খবর দেওয়া হয় চন্দননগর থানা ও পুরসভায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)