চোখেমুখে এখনও উৎকণ্ঠা! পাশে দাঁড়াতে সোনালি বিবিকে আর্থিক সাহায্য কাজল শেখের
প্রতিদিন | ১০ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ছয় মাস বাংলাদেশে যন্ত্রণার-জীবন কাটিয়ে অবশেষে নিজভূমে ফিরেছেন সোনালি বিবি (Sonali Bibi)। দেশে ফিরলেও এখনও কাটেনি উৎকণ্ঠা। বাংলাদেশে আটক রয়েছেন তাঁর স্বামী দানিশ শেখ। এই অবস্থায় সোনালি বিবির পাশে দাঁড়াতে দু’লক্ষ টাকার আর্থিক সহায়তা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে সোনালি বিবির হাতে চেক তুলে দেন তিনি। গত কয়েকদিন আগেই হাসপাতালে চিকিৎসাধীন সোনালির সঙ্গে দেখা করেন অনুব্রত মণ্ডল। শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি, বাংলাদেশে এক একটা রাত তাঁর কীভাবে কেটেছে তা নিয়েও খোঁজ নেন।
কিন্তু কবে ফিরবে সোনালি বিবির (Sonali Bibi) স্বামী দানিশ শেখ? সাংসদ সামিরুল ইসলাম বলেন, “চার জন এখনও বাংলাদেশে। তাঁদের ফেরানোর প্রক্রিয়া চলছে। তাঁরাও ফিরবেন। আমাদের জয় হবেই। হার হবে কেন্দ্রের বিজেপি সরকারের।” এমনকী মঙ্গলবার কোচবিহারের সভা থেকে বাংলাদেশে আটকে থাকা দানিশ শেখ-সহ চারজনকে ফিরিয়ে আনার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সোনালিদের ছাড়িয়ে এনেছি। বাকি চারজনকেও ছাড়িয়ে আনব।” মুখ্যমন্ত্রীর এহেন বার্তার পরে যদিও আশার আলো দেখতে শুরু করেছে সোনালির পরিবার।
বলে রাখা প্রয়োজন, পেটের টানে সোনালি বিবি বীরভূমের প্রত্যন্ত পাইকর থেকে দিল্লিতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্বামী। ছিল ছয় বছরের এক সন্তানও। বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে গত জুন মাসে অন্তঃসত্ত্বা সোনালি, তাঁর স্বামী, সন্তান-সহ ছয়জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। প্রথমে দিল্লি পুলিশ তাঁদের আটক করে, এরপর বিএসএফের হাতে তাঁদের তুলে দেওয়া হয়। সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়। যা নিয়ে হাই কোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে মামলাও হয়। একাধিকবার এই ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দীর্ঘ আইনি লড়াইয়ে অবশেষে এসেছে বড় জয়।