• ঘুমের মধ্যেই অজান্তে বাবা-মায়ের মস্ত বড় ভুল, মৃত্যু ২৬ দিনের একরত্তির!
    এই সময় | ১১ ডিসেম্বর ২০২৫
  • বাবা-মায়ের মাঝখানে শুয়ে ছিল শিশুটি। কোনও শিশুর জন্য এর থেকে নিরাপদ আশ্রয় আর কী হতে পারে। কিন্তু সেই পরম নিরাপদ আশ্রয়ই যে মৃত্যুফাঁদ হয়ে উঠবে, তা কে জানত! মাত্র ২৬ দিন আগে যে ঘর আলো করে এসেছিল ছোট্ট সুফিয়ান, আজ সেখানে শুধুই হাহাকার। বাবা-মায়ের অজান্তেই ঘুমের মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘুমন্ত বাবা-মায়ের শরীরের চাপে পিষ্ট হয়েই প্রাণ হারাল একরত্তি শিশুটি। ঘটনাটি ঘটেছে গত শনিবার, উত্তরপ্রদেশের গজরাউলা এলাকায়।

    ১০ নভেম্বর জন্ম হয়েছিল সুফিয়ানের। বাবা সাদ্দাম আব্বাসি এবং মা আসমার একমাত্র সন্তান। শনিবার রাতে পরম মমতায় সন্তানকে নিজেদের মাঝে শুইয়ে ঘুমিয়েছিলেন এই দম্পতি। হযতো শীতের শিশুটিকে একটু উষ্ণতা দিতে চেয়েছিলেন। কিন্তু নিয়তির চরম পরিহাস, সেই ভালোবাসাই শেষ পর্যন্ত কাল হলো ২৬ দিনের সুফিয়ানের জন্য।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়ে সাদ্দাম এবং আসমার মধ্যে কেউ একজন অথবা দু’জনেই নিজেদের অজান্তেই শিশুটির উপরে ভর দিয়ে দেন। ২৬ দিনের ছোট্ট শরীরটা সেই চাপ সহ্য করতে পারেনি। দমবন্ধ হয়ে যায় সুফিয়ানের। বাবা-মা টেরও পাননি, তাঁদের আদরের সন্তান কখন নিথর হয়ে গিয়েছে।

    রবিবার সকালে আসমা ঘুম থেকে উঠে সন্তানকে দুধ খাওয়াতে গিয়েছিলেন। কিন্তু সুফিয়ানকে কোলে তুলে নিতেই তাঁর বুক ধক করে ওঠে। সুফিয়ান কোও সাড়া দিচ্ছে না, তার শরীরে প্রাণের স্পন্দন নেই। মুহূর্তের মধ্যে আসমার আর্তনাদে ভারী হয়ে ওঠে বাতাস।

    সন্তানকে নিয়ে পাগলের মতো গজরাউলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ছোটেন সাদ্দাম। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক জানান, অনেক আগেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে শিশুটির। তিনি জানান মৃত্যুর কারণ ‘সাফোকেশন’ বা শ্বাসরোধ হওয়া।

    সুফিয়ানের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানানোর পরেই হাসপাতালের করিডোরে তৈরি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। কিছুক্ষণের জন্য কান্নায় ভেঙে সাদ্দাম ও আসমা একে অন্যকে দোষারোপ করতে থাকেন। এর পরে তাঁদের পরিবারের অন্যান্য সদস্য সেখানে এসে শোকাহত বাবা-মাকে সান্ত্বনা দেন। তাঁদের বাড়ি ফিরিয়ে নিয়ে যান। তাঁরা জানিয়েছেন, জন্মের পর থেকেই শিশুটি জন্ডিস ও শ্বাসকষ্টে ভুগছিল।

    পুলিশ জানিয়েছে, এটি একটি নিছকই দুর্ঘটনা। কেউ এই ঘটনার প্রেক্ষিতে তাদের কাছে অভিযোগ জানায়নি।

    এ দিকে এই ঘটনার প্রেক্ষিতে সকল নতুন বাবা-মাকে সতর্ক করেছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, নবজাতকদের কখনই প্রাপ্তবয়স্কদের সঙ্গে একই বিছানায় শোয়ানো উচিত নয়। এতে ঘুমের মধ্যে অজান্তেই চাপা পড়ে শ্বাসরোধ হয়ে শিশুদের মৃত্যুর প্রবল ঝুঁকি থাকে। শিশুদের সবসময় আলাদা দোলনা বা বিছানায় শোয়ানোই নিরাপদ।

  • Link to this news (এই সময়)