আজকাল ওয়েবডেস্ক: 'খেলা হবে' শব্দ দু'টি নিয়ে গান বেঁধেছিলেন। গত বিধানসভা ভোটের আবহে সেই গান বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। বুধবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা কি প্রকাশ করলেন, 'খেলা হবে'র দ্বিতীয় পার্ট? কয়েকঘণ্টায় নয়া গান সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে, বহু অ্যাকাউন্ট থেকে ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে। ১৩ মিনিট ২৫ সেকেণ্ডের গান। নেচে-গেয়ে, জমজমাট মিউজিক-এ আদতে কী বললেন দেবাংশু? এই গান কি ভোট নিয়ে?
এসআইআর চলছে রাজ্যে। আর ঠিক তার পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই তাঁর গানে যে এই দুই বিষয় থাকবেই, গান না শুনেও তা বলে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় কাউন্ট ডাউন দেওয়ার পর যখন সামনে আনলেন এই গান, তাতে বেশ চমক ধরা পড়ল ছত্রে ছত্রে। যেমন গানে স্পষ্ট করে দেবাংশু জানিয়েছেন, এসআইআর বাংলায় যতই করা হোক না কেন, এই বাংলার মসনদে ফের বসবেন মমতা ব্যানার্জিই। অর্থাৎ এসআইআর শুরু হওয়ার পর থেকে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি, তাঁর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যেকথা বারবার বলেছেন, গানের ছন্দে সেকথাই বললেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।
তবে এখানেই শেষ নয়। 'হ্যালো মোদিজি' দিয়ে শুরু যে গান, তার ছত্রে ছত্রে দেবাংশু রেখেছেন-নোটবন্দি, আধার লিঙ্ক, গ্যাসের দাম, বিএসএফ, অনুপ্রবেশ, আমেরিকা, অর্থনীতি, একশ দিনের কাজ, ধর্ম নিয়ে যুদ্ধর মতো শব্দগুলিকে। যেগুলি গানে কেবল শব্দ হিসেবে ব্যবহৃত হয়নি, হয়েছে সাম্প্রতিক পরিস্থিতির বর্ণনা হিসেবে, তেমনটাই বলছেন দেবাংশু।
ঠিক কী রয়েছে গানে? একনজরে-
'মুসলমানরা ভয় পাচ্ছেহিন্দু হচ্ছে বোকাবানিয়ে বোকা ভাবছ তুমিজিতবে ভোটে খোকা?
এই বাংলায় ভালোই আছেইভ কিংবা অ্যাডাম,স্যার তো ফিরে চলে যাবেন থেকে যাবেন ম্যাডাম!
যতই করো SIR এ বাংলা ফের মমতার!যতই করো SIR এ বাংলা ফের মমতার!'
ভোট আবহের জন্য 'খেলা হবে' তো ছিলই? আবার নতুন গান কেন? নতুন গানে কোন সমীকরণ? উত্তর জানতে দেবাংশুর সঙ্গে আজকাল ডট ইন যোগাযোগ করলে তৃণমূল নেতার সাফ জবাব, 'এই গান এসআইআর-এর ক্রিয়েটিভ কাউন্টার আমার পক্ষ থেকে।'
লিখলেন কবে এই গান? বিপুল জমায়েত নিয়ে এই গানের শ্যুটিংই বা হল কোথায়?
দেবাংশু বলছেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে, তিনি এই গান লেখেন। তাঁর কথায়- '২৭ নভেম্বর, বালিতে প্রায় হাজার দেড়েক ছেলে-মেয়ের উপস্থিতিতে গোটা ভিডিওটি শ্যুট হয়। কিন্তু এক লাইনও লিক হয়নি।' এই গান জনপ্রিয় হবে 'খেলা হবে'র মতো? অপেক্ষা সময়ের।