• জেলে বসেই সন্দেশখালি কন্ট্রোল করছে শাহজাহান, মামলা রাজ্যের বাইরে সরানোর দাবি শুভেন্দুর
    আজ তক | ১১ ডিসেম্বর ২০২৫
  • সন্দেশখালি কাণ্ডে নতুন বিতর্ক। বুধবার আদালতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় পড়েন মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ছোট ছেলে ও গাড়িচালকের। গুরুতর আহত ভোলানাথ নিজেও হাসপাতালে ভর্তি। আর এই রহস্যময় দুর্ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    ভোলানাথ ঘোষের পরিবারের দাবি, শেখ শাহজাহান জেলবন্দি হয়েও সন্দেশখালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখছেন। তাঁর নির্দেশেই এই ‘পরিকল্পিত হামলা’ ঘটেছে বলে অভিযোগ তাঁদের। শুভেন্দুর সরাসরি মন্তব্য, 'এই ঘটনাটা শাহজাহান করিয়েছেন। ভোলাবাবু আজও তৃণমূলের মানুষ। তাই বারবার বলছি, মামলাটি রাজ্যের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন।' তিনি আরও অভিযোগ করেন, 'জেলের ভিতর বসে শাহজাহানরা ফোন ব্যবহার করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া এটা অসম্ভব।'

    বিরোধী নেতা দাবি করেন, পশ্চিমবঙ্গের জেলে শাহজাহানকে রাখলে সাক্ষীদের যেকোনও সময় বিপদের মুখে পড়তে হতে পারে। সিবিআইয়ের ধীরগতির তদন্ত নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু, 'চার বছর পর এসে একটু ঘুম ভাঙল। অনেক দেরিতে নড়েচড়ে বসেছে।'

    সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে গত বছরই মামলাটি বাংলার বাইরে সরানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। রেশন দুর্নীতি থেকে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা, বহু অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়ে জেলে রয়েছেন শেখ শাহজাহান।

     
  • Link to this news (আজ তক)