হাসপাতাল থেকে ছুটি পেয়ে অবশেষে মুরারইয়ের বাড়িতে ফিরলেন সোনালি
দৈনিক স্টেটসম্যান | ১১ ডিসেম্বর ২০২৫
রামপুরহাট মেডিক্যাল কলেজে তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করা হয়। ওই হাসপাতালের অতিরিক্ত সুপার ঈশ্বর চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘সোনালি বিবির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাই তাঁকে বাড়ি ফেরানো হয়েছে। আগামী জানুয়ারি মাসে তাঁর প্রসব করানোর সম্ভাবনা রয়েছে।‘ পাশাপাশিই, তিনি আরও বলেন, এর মধ্যে কোনও শারীরিক অসুবিধা হলে তৎক্ষণাৎ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দীর্ঘ আইনি লড়াই এবং রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের চেষ্টায় শেষমেষ বাড়িতে ফিরেছেন সোনালি। বাড়ি ফিরে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর ভাবি সন্তানের নাম যাতে মুখ্যমন্ত্রী রাখেন সে ইচ্ছাও প্রকাশ করেছেন সোনালি। তাঁর বাড়ি ফেরায় খুশির আবহ এলাকায়। তার মধ্যেও স্বামী এবং অন্যদের নিয়ে দুশ্চিন্তা কাটছে না তাঁর।
উল্লেখ্য, গত সোমবার কোচবিহার প্রশাসনির বৈঠক থেকে সোনালিকে নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিএসএফ এবং বিজেপিকে নিশানা করে বলেন, ‘বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়ার চেষ্টা চলছে। আর কাউকে কাউকে ‘পুশ’ করা হচ্ছে। স্থানীয় পুলিশ কী করছে? আপনাদের হাতের নাগাল থেকে কী ভাবে বেরিয়ে যাচ্ছে? আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তাঁর পরিবারের ৪ জন এখনও বাংলাদেশে আছেন। তাঁরা ভারতের নাগরিক। কাগজপত্র আছে। তা সত্ত্বেও বিএসএফ জোর করে তাঁদের ‘পুশ ব্যাক’ করে দিচ্ছে।’