নাগপুর: ঘনবসতিপূর্ণ এলাকায় চিতাবাঘের হানা! বুধবার সাতসকালে চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের নাগপুরে। মনে করা হচ্ছে, কোনওভাবে জঙ্গল থেকে সেটি লোকালয়ে ঢুকে পড়েছিল। সকাল সাড়ে সাতটা নাগাদ বন দপ্তরে খবর দেওয়া হয়। ঘুম পাড়ানি গুলি দিয়ে পশুটিকে বাগে আনতে সক্ষম হন বন দপ্তরের কর্মীরা। তারমধ্যেই চিতাবাঘটির হামলায় জখম হয় সাতজন।
একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘুম পাড়ানি গুলি লাগার পর ছাদে ওঠার চেষ্টা করছিল চিতাবাঘটি। তবে ততক্ষণে তার শরীরে ওষুধের প্রভাব ছড়িয়ে পড়েছে। গাছে উঠতে পটু প্রাণীটির সামান্য উচ্চতার ছাদে উঠতেও বেগ পেতে হয়। মরিয়াভাবে থাবার সাহায্যে কার্নিশে বেশ কিছুক্ষণ ঝুলে থাকতে দেখা যায় সেটিকে। শেষ পর্যন্ত সবটুকু শক্তি একজায়গায় করে কিছুটা উঠেই দেহ এলিয়ে দেয় প্রাণীটি।
জানা যাচ্ছে, উদ্ধার হওয়ার পর চিতাবাঘটিকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মহারাষ্ট্রের বনমন্ত্রী গনেশ নায়েক বলেছেন, ‘আহত সাতজনের সঙ্গেই দেখা করেছি। তাঁরা আপাতত বিপন্মুক্ত। আশা করছি, আগামী দিনে আর এই ধরনের ঘটনা ঘটবে না।’ ছবি: পিটিআই