• নরেন্দ্র বাজপেয়ি, প্রধানমন্ত্রীর ভুল নাম বিজেপি সাংসদেরই
    বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বঙ্কিমদা’র পর ‘নরেন্দ্র বাজপেয়ি’। এবার সংসদের আলোচনায় প্রধানমন্ত্রীর নামই ভুল উচ্চারিত হল। এক্ষেত্রে কাঠগড়ায় বঙ্গ বিজেপির সাংসদ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার লোকসভায় নির্বাচন সংস্কার নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন অভিজিতবাবু। তাঁর ভাষণের প্রায় শেষ লগ্নে এসে তিনি বলেন, আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী আছেন। নরেন্দ্র বাজপেয়ি। পরমুহূর্তেই অবশ্য ভুল শুধরে নেন। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিজিৎবাবুর পিছনেই বসেছিলেন বঙ্গ বিজেপির আরও দু’জন সাংসদ খগেন মুর্মু এবং জগন্নাথ সরকার। দৃশ্যতই বোঝা যায়, দু’জনেই চরম অস্বস্তিতে পড়ে গিয়েছেন। কীভাবে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামই বেমালুম ভুল উচ্চারণ করতে পারেন একজন দলীয় সাংসদ, সেই প্রশ্নই উঠছে বিজেপির অন্দরে। যদিও বিতর্ক এড়াতে দলের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এটি কোনও ‘ভুল’ নয়। মুখ ফসকে অভিজিতবাবু নরেন্দ্র ‘মোদি’র পরিবর্তে ‘বাজপেয়ি’ বলে ফেলেছেন। অন্যদিকে, এদিন রাজ্যসভায় জিরো আওয়ারে দার্জিলিং চায়ের প্রসঙ্গ তোলেন সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা। তাঁর অভিযোগ, ক্রমাগত নিম্নমানের চা দেশে আমদানি করা হচ্ছে। এর ফলে দার্জিলিংয়ের চা চ্যালেঞ্জের মুখে পড়ছে। কারণ দু’য়ের গুণমানে কোনও সাদৃশ্য নেই। 
  • Link to this news (বর্তমান)