দাবিহীন ১ লক্ষ কোটি, প্রমাণ দিয়ে উত্তরাধিকারীদের প্রাপ্য বুঝে নিতে অনুরোধ মোদির
বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কমবেশি ১ লক্ষ কোটি টাকা! দাবিহীন হয়ে পড়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। সমস্যা নতুন নয়। এর আগেও একাধিকবার রিজার্ভ ব্যাঙ্ক এবং অর্থমন্ত্রক বিবৃতি দিয়ে দেশের নাগরিকদের কাছে আবেদন করেছে, যথার্থ প্রমাণ পেশ করে তাদের অভিভাবকদের কিংবা পরিজনদের গচ্ছিত টাকা ফেরত নিন। সরকারি স্তরে প্রকল্প পর্যন্ত নেওয়া হয়েছে। গত অক্টোবর মাসেও নতুন কমর্সূচি নেওয়া হয়েছে। তার নাম দেওয়া হয়েছে আপনার পুঁজি আপনার অধিকার। ৪৭৭ জেলায় সহায়তা শিবির চালু করা হয়। সেই কর্মসূচির জেরে বিগত দু’মাসে ২ হাজার কোটি টাকা আত্মীয়স্বজন পরিবারেরা ফিরে পেয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিবৃতি দিয়েছেন এই লক্ষ্যেই।
তিনি বলেছেন, বিভিন্ন ব্যাংকে, বিমা সংস্থায়, মিউচুয়াল ফান্ডে সব মিলিয়ে ১ লক্ষ কোটি টাকা দাবিহীন অবস্থায় গচ্ছিত আছে। ব্যাংকগুলিতে জমা রয়েছে ৭৮ হাজার কোটি টাকা। বিমা সংস্থাগুলিতে ১৪ হাজার কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে ৩ হাজার কোটি টাকা এবং ডিভেডেন্ড হিসেবে ৯ হাজার কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা বিভিন্ন কারণে দাবি করা হচ্ছে না। সুতরাং সম্পূর্ণ দাবিহীন এবং অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। নাগরিকদের কাছে মোদি আবেদন করেন যাতে, যথাযথ তথ্য প্রমাণ নথি জমা করে প্রকৃত উত্তরাধিকারিরা যেন তাদের প্রাপ্য টাকা সংগ্রহ করে নেন। এই কষ্টার্জিত অর্থ যাদের, তাদের পরিবারের প্রাপ্য এই টাকা। এমনকি রিজার্ভ ব্যাঙ্ক, বিমা কিংবা সেবি এই লক্ষ্যে পোর্টালও চালু করেছে। অনলাইনেও আবেদন করা যাবে। যদিও প্রশ্ন হল, ভারতের মতো দেশে ১ লক্ষ কোটি টাকা সম্পূর্ণ দাবিহীন হয়ে পড়ে থাকছে কেন?