• মোদি-শাহের সঙ্গে ৮৮ মিনিট বৈঠক, সিআইসি সহ অন্য পদে সরকারি নামে আপত্তি রাহলের
    বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: বন্দেমাতরম থেকে নির্বাচনী সংস্কারের ইস্যুতে ইতিমধ্যেই সরগরম শীতকালীন অধিবেশন। তারই মধ্যে বুধবার জল্পনা ও চর্চার কেন্দ্রে ৮৮ মিনিটের একটি ম্যারাথন বৈঠক। কারণ, সংসদে খাস প্রধানমন্ত্রীর কক্ষে এই বৈঠক উপলক্ষ্যে মুখোমুখি নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী। সেখানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কিন্তু, প্রধানমন্ত্রীর সঙ্গে লোকসভার বিরোধী দলনেতার এই দীর্ঘ সাক্ষাৎ কী নিয়ে? শুধুমাত্র মুখ্য তথ্য কমিশনার (সিআইসি) বাছাই ঘিরে বৈঠক? না কি নেপথ্যে অন্য কোনও কারণ? গুঞ্জন শুরু হয় সংসদের করিডরে। 

    এদিন দুপুর একটা নাগাদ প্রধানমন্ত্রীর চেম্বারে প্রবেশ করেন রাহুল গান্ধী। তিনি বেরনোর পর খোলসা হয় বিষয়টি। জানা যায়, কেবল মুখ্য তথ্য কমিশনার নয়, একইসঙ্গে আটজন তথ্য কমিশনার ও একজন ভিজিল্যান্স কমিশনারের নির্বাচন ঘিরেও বৈঠকে আলোচনা হয়েছে। সূত্রের খবর, সিআইসি সহ এই প্রত্যেকটি পদেই সরকার পক্ষের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে লিখিত আপত্তি জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা। তবে তাঁর আপত্তি সত্ত্বেও সরকার পক্ষের পছন্দের প্রার্থীদের নিয়োগ আটকাবে না। কারণ, নয়া নিয়মে তিন সদস্যের বাছাই কমিটিতে প্রধানমন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতার সঙ্গেই রাখা হয়েছে প্রধানমন্ত্রী নিযুক্ত 

    একজন প্রবীণ মন্ত্রীকে (এক্ষেত্রে অমিত শাহ)। ফলে কমিটিতে এখন সরকার পক্ষের দুই প্রতিনিধি থাকায় একা রাহুলের আপত্তিতে কাজের কাজ কিছুই হওয়ার নয়। 
  • Link to this news (বর্তমান)