নয়াদিল্লি: ‘বীর সাভারকর পুরস্কার’ পাচ্ছেন শশী থারুর। সম্প্রতি এমনই ঘোষণা করে সংঘ ঘনিষ্ঠ এক এনজিও। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তিরবনন্তপুরমের সাংসদ। বুধবার পুরস্কার প্রত্যাখ্যানের কথাও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এব্যাপারে আগে থেকে তিনি কিছুই জানতেন না। যদিও সংঘ ঘনিষ্ঠ আয়োজক সংস্থার উলটো কথা বলেছে। তাদের দাবি, প্রথমে কোনও আপত্তির কথা জানাননি থারুর।
এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে থারুর বলেছেন, ‘সংবাদমাধ্যম মারফত, জানলাম আমি বীর সাভারকর পুরস্কার পাচ্ছি। যা আজ দিল্লিতে প্রদান করা হবে। এ ব্যাপারে আগে থেকে কিছুই জানতাম না। বারবার এই প্রসঙ্গে আমাকে প্রশ্ন করা হচ্ছে। স্পষ্টভাবে জানাচ্ছি, এই ধরণের পুরস্কার সম্পর্কে জানতাম না। তা কোনওভাবেই গ্রহণ করব না। সম্মতি ছাড়া আমার নাম ঘোষণা করে আয়োজকরা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।’ তবে থারুরের অভিযোগ মানতে নারাজ পুরস্কার প্রদানকারী সংস্থা হাইরেঞ্জ রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এইচআরডিএস) ইন্ডিয়া। সংঘ ঘনিষ্ঠ সংস্থার দাবি, থারুরকে আগে থেকে সব জানানো হয়েছিল। এমনকী বাড়িতে গিয়ে তাঁকে আমন্ত্রণও জানানো হয়। তখন কোনও আপত্তি জানাননি কংগ্রেস সাংসদ। সংস্থার সচিব আজি কৃষ্ণানের অভিযোগ, দলের চাপে বাধ্য হয়ে পুরস্কার প্রত্যাখ্যান করছেন থারুর।