কানকি, পাঞ্জিপাড়ায় নতুন ফ্লাইওভারের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ কার্তিক পাল
বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দুর্ঘটনা এবং যানজট কমাতে ১২ নম্বর জাতীয় সড়কে দুটি নতুন ফ্লাইওভার তৈরি হতে চলেছে উত্তর দিনাজপুর জেলায়। তারমধ্যে একটি কানকি এবং দ্বিতীয়টি তৈরি হবে ওই জাতীয় সড়কেরই পাঞ্জিপাড়া এলাকায়। বুধবার দিল্লিতে সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের মন্ত্রী নীতিন গাদকরির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। তিনি ফোনে জানান, কানকি ও পাঞ্জিপাড়ায় দুটি নতুন ফ্লাইওভার ছাড়াও আরও তিনটি প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়কে ডালখোলা থেকে দুর্গাপুর রাজবাড়ি গেট পর্যন্ত হাইমাস্ট লাইট লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেইসঙ্গে ডালখোলা থেকে ইসলামপুরগামী জাতীয় সড়কে হাইমাস্ট লাইট লাগানোর প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। রায়গঞ্জ বাইপাসে চাপদুয়ার এলাকায় জাতীয় সড়কের সঙ্গে একটি সংযোগকারী রাস্তা বা আন্ডারপাস তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে।
সাংসদের কথায়, ১২ নম্বর জাতীয় সড়কে কানকি ও পাঞ্জিপাড়ায় দুটি নতুন ফ্লাইওভারের ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী এদিনই ডিপিআর তৈরির ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আশা করছি, এব্যাপারে শীঘ্রই জাতীয় সড়ক কর্তৃপক্ষ পদক্ষেপ করবে।
জানা গিয়েছে, নতুন দুটি ফ্লাইওভার তৈরির পিছনে বেশ কয়েকটি কারণ কেন্দ্রীয় মন্ত্রীর কাছে লিখিত আকারে জানিয়েছেন বিজেপি সাংসদ। কানাকিতে জাতীয় সড়কের দু’ধারে বাজার বসে। ফলে সেখানে টোটো, অটোর ভিড়ে যানজট তৈরি হয়। এছাড়াও ১০০ বছর পুরনো জৈন মন্দির ও কানকি ধাম জাতীয় সড়ক লাগোয়া হওয়ায় যানজট দিনদিন বাড়ছে। দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে সংশ্লিষ্ট অংশের জাতীয় সড়ক। এছাড়াও পাঞ্জিপাড়ায় হাটবাজার বসে। প্রচুর বাইক অটো টোটোর ভিড় জমে থাকে। যতদিন যাচ্ছে সংশ্লিষ্ট অংশে যানজট বাড়ছে। এই অবস্থায় এই দুই এলাকায় নতুন ফ্লাইওভার নির্মাণ হলে জাতীয় সড়কে মসৃণভাবে মানুষের যাতায়াত সম্ভব হবে।