প্রত্যন্ত এলাকায় পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ চিকিত্সা কেন্দ্র চালু
বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, হবিবপুর: মুখ্যমন্ত্রীর উদ্যোগে হবিবপুর ও বামনগোলা ব্লকের প্রতিটি অঞ্চলে এবার থেকে পৌঁছে যাবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। বুধবার বামনগোলা ব্লকের নালাগোলা সুস্বাস্থ্য কেন্দ্রে এই গাড়ির উদ্বোধনে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভ্রদীপ মণ্ডল, বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়, মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বাড়ুইসহ অন্যরা।
ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অ্যাম্বুলেন্সের মতো গাড়িটি নিয়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা তিনদিন করে বামনগোলা ও হবিবপুর ব্লকের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা দেবেন। বিনামূল্যে দেওয়া হবে ওষুধও। তাছাড়া, রক্তের যে কোনও সাধারণ পরীক্ষা, ইসিজি, রক্তচাপ, সুগার সহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে। গর্ভবতীদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা থাকছে সেটিতে।
আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের চিকিত্সার জন্য যেতে হত দূরের গ্রামীণ হাসপাতাল ও সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। বিনামূল্যে পরিষেবা নিতে গিয়ে কাজ বন্ধ রাখতে হত তাঁদের। কমত রোজগার। তাই ঘরের কাছে ভ্রাম্যমাণ চিকিত্সা কেন্দ্রের পরিষেবা পাবেন জানতে পেরে খুশির হাওয়া এলাকায়।
মেরিতা সোরেন বললেন, এলাকায় বহু খেটে খাওয়া মানুষ সাধারণ চিকিৎসা পরিষেবা থেকে এখনও বঞ্চিত। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র প্রতিটি এলাকায় পৌঁছলে বিনামূল্যে পরিষেবা পেয়ে উপকৃত হবেন তাঁরা। এই পরিষেবা শুরু করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।
বামনগোলা ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, জেলায় মোট ১৩টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে। তার মধ্যে বামনগোলা ও হবিবপুর ব্লকের জন্য একটি গাড়ির উদ্বোধন করা হল। সহজেই চিকিৎসা পরিষেবা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া এর প্রধান লক্ষ্য। নিজস্ব চিত্র