• জলের তলায় সেতুর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ রোবোটিক ড্রোনের ব্যবহার এনএফ রেলের
    বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আন্ডারওয়াটার রোবোটিক ভেহিক্যালের সাহায্যে রেল সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। সেতুর জলের নীচে থাকা অংশের ছবি তুলে বর্তমানে তা কী অবস্থায় রয়েছে খতিয়ে দেখতেই এই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। তার জন্য জলের নীচে থাকা সেতুর অংশের ছবি তোলা হচ্ছে আন্ডারওয়াটার ড্রোন রোবট দিয়ে। ইতিমধ্যেই এই কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের ৩৪টি সেতু আছে। এর মধ্যে আলিপুরদুয়ার ডিভিশনেই রয়েছে ১৮টি। প্রতি বছর বর্ষার পরেই সেতুগুলির রক্ষণাবেক্ষণ করে রেল। বহু বছরের পুরনো সেতুগুলির  মজবুত অবস্থা খতিয়ে দেখা হয়। জলের উপরে থাকা সেতুর অংশ ভালোমতো পরীক্ষা করে দেখা গেলেও, জলের নীচের অংশটি দেখতে সমস্যা হয়। এবার সেই সমস্যা কাটাতেই আন্ডারওয়াটার ড্রোন রোবট দিয়ে জলের তলায় সেতুর অংশের ছবি তোলা হচ্ছে। এতে জলের নীচে থাকা সেতুর অংশ পরীক্ষা করে দেখার কাজও সহজ হচ্ছে বলে রেল কর্তৃপক্ষের দাবি।

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, জলের নীচে থাকা রেল সেতুগুলির অংশ কী অবস্থায় আছে তা বাইরে থেকে সেভাবে বোঝা যায় না। সেজন্যই এবার জলের তলায় থাকা সেতুর অংশের ছবি তোলা হচ্ছে আন্ডারওয়াটার ড্রোন রোবট দিয়ে। তারপর দরকার হলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দেওয়া হয়েছে।

    রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্ডারওয়াটার ড্রোন রোবটে সেতুগুলির থার্মাল ইমেজিং, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার ও আল্ট্রাসনিক পালস ভেলোসিটির তথ্য উঠে আসছে। রেল মনে করছে, এই প্রযুক্তির মাধ্যমে সেতুর মজবুতকরণ অবস্থান জানতে অনেকটাই সহজ হয়েছে। • এই বিশেষ ড্রোনের ব্যবহার করছে এনএফ রেল। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)